খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

খুবির ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুলনার পাশাপাশি ঢাকা ও রাজশাহীতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৩ এ.এম | ১৮ এপ্রিল ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম দিনে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল নিয়ে গঠিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা একযোগে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও খুলনার দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, রেভারেন্ড পলস্ হাই স্কুল, কেসিসি উইমেন্স কলেজ, সরকারি মহিলা কলেজ এবং দুইটি বহিঃকেন্দ্র-বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ অনুষ্ঠিত হয়। 
‘সি’ ইউনিটে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোতে মোট ১৩ হাজার ৩১২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১১ হাজার ২৭ জন। বুয়েট কেন্দ্রে ১১ হাজার ৩৮১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭ হাজার ২৯৫ জন। রুয়েট কেন্দ্রে ৭ হাজার ৫৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫ হাজার ৮৬১ জন। মোট ৩২ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৪ হাজার ১৮৩ জন। এদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চারুকলা স্কুলে আবেদনকারী শিক্ষার্থীদের বিশেষ ড্রইং পরীক্ষাও অনুষ্ঠিত হয়। 
এদিকে পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোর কন্ট্রোল রুম ও পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় কন্ট্রোল রুম ও পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 
এর আগে পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থানরত অভিভাবকদের সাথে কথা বলেন উপাচার্য। তিনি বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রথমবারের মতো খুলনার পাশাপাশি ঢাকা ও রাজশাহীতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অপেক্ষারত অভিভাবকদের জন্য বিশ্রাম সুবিধা প্রদানসহ সার্বিক ব্যবস্থাপনার জন্য উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। 
এছাড়া দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট ৪ হাজার ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৪৩০ জন।
অপর দিকে আজ ১৮ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে এই ইউনিটে অংশ নেবেন ৭ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৩ হাজার ৬৮৪ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এছাড়া আজ বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা। একইদিন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য ‘ড্রইং পরীক্ষা’ নেওয়া হবে।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে। এখানে পরীক্ষায় অংশ নেবেন ১১ হাজার ১৫৬ জন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৬০ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।