খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বটিয়াঘাটা প্রতিনিধি |
০১:৩৭ এ.এম | ১৮ এপ্রিল ২০২৫


বটিয়াঘাটায় মোটরসাইকেল ও এলপিজি গ্যাসের গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক  মহাসিন শেখ (৪০) ঘটনাস্থলে  নিহত হয়েছেন। উপজেলার (কিসমত ফুলতলা) বাইপাস রোডে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে। 
জানা গেছে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক দাকোপ উপজেলার খাটাইল গ্রামের আফজাল শেখের পুত্র  মহাসিন শেখ ছাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে একজন যাত্রী নিয়ে চালনার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বটিয়াঘাটা বাইপাস রোডে জাহাঙ্গীর সাহেবের কোম্পানির সামনে পৌঁছালে এলপিজি গ্যাসের একটি বড় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় মোটরসাইকেল চালকের মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে মোটরসাইকেলের  পিছনে থাকা যাত্রী সুস্থ আছে। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।