খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

১৭নং ওয়ার্ড বিএনপি’র সুধী সমাবেশ

৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ : এড. মনা

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৭ এ.এম | ১৮ এপ্রিল ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, আওয়ামী সরকার বিগত ১৬ বছরে রাষ্ট্র কাঠামোগুলোকে ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। রাষ্ট্র মেরামতে আমাদের নেতা তারেক রহমান দুই বছর পূর্বে ৩১ দফা ঘোষণা করেছিলেন। এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে। ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে নগরীর ১৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এড. মনা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের এই রুপরেখা বাস্তবায়ন হলে দেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। বিএনপি ক্ষমতায় এলে জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে। এসব দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংস্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। সেই সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। আজ অনেকেই রাষ্ট্র মেরামতের কথা বলছেন। বিএনপি কিন্তু গত আড়াই বছর আগে সেই কথা জাতির সামনে তুলে ধরেছিল।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে। ক্ষমতার লোভে তারা কতটুকু বিভৎস হতে পারে তা দেশের মানুষ দেখেছে। দেশপ্রেম নয় তারা ক্ষমতার মোহে আচ্ছন্ন ছিল। তাই ক্ষমতার লোভ তাদের ধ্বংসের পথে নিয়ে গেছে। তাদের ১৬ বছরের দুঃশাসন আইয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানিয়েছে
আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি, সাইফুল ইসলাম, ইয়াছিন মোল­া, ফারুক হোসেন, আহসান মৃধা খোকন, মুসা হোসেন খান, সাইফুল ইসলাম মলি­ক, মুন্নী জামান, মোঃ বাকার, সাকারুল সুমন, সাগর আহমেদ, মনিরুল ইসলাম, বেল­াল হোসেন, মিজান, আনিস, রিপন, হুমায়ুন, কালু, ফরহাদ বক্সি, আ হ ম সুলতান প্রমুখ।