খুলনা | শনিবার | ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২

কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের মিছিল, রাজপথে থাকার ঘোষণা

খবর প্রতিবেদন |
০৪:৫৭ পি.এম | ১৮ এপ্রিল ২০২৫


ছয় দফা দাবি আদায়ে মাথায় সাদা কাপড় বেঁধে ‌‘কাফন মিছিল’ করেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একইসঙ্গে রাজপথে থেকে দাবি আদায় করার ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত কর্মসূচিতে এ ঘোষণা দেন তারা।

পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, আমরা দাবির বিষয়ে বারবার আলোচনা করতে চেয়েছি। কিন্তু আমাদের কথা কর্তৃপক্ষ শুনছে না। আমাদেরকে অবহেলার চোখে দেখছে। এটি আমাদের অস্তিত্বের লড়াই। তাই আমরা রাজপথে থেকে দাবি আদায় করে ছাড়ব।

এর আগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শিক্ষার্থীরা সারাদেশে রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তবে সচিবালয়ে বৈঠকের আহ্বানের পরিপ্রেক্ষিতে তারা সেই কর্মসূচি সাময়িকভাবে শিথিল করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য পৃথক ক্যাডার সার্ভিস চালু করা, ডিপ্লোমা ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক, মাধ্যমিক ও অন্যান্য সরকারি চাকরিতে যথাযথ মূল্যায়ন, টেকনিক্যাল এডুকেশনের অবকাঠামো উন্নয়ন ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ, সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার মান নিশ্চিত করা এবং চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্যমূলক নীতিমালা বাতিল করা।

উল্লেখ্য, এর আগে বুধবার (১৬ এপ্রিল) শিক্ষার্থীরা দিনভর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেন। এছাড়া সারাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যান।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আবারও কঠোর কর্মসূচির ঘোষণা দেবে।