খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

কালিগঞ্জ সেনাক্যাম্পের সদস্যদের অভিযান

গাঁজা, চোরাই মোটরসাইকেল ও দুই লক্ষাধিক টাকাসহ একই পরিবারের তিনজন আটক

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:০৯ এ.এম | ১৯ এপ্রিল ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে অবস্থিত সেনাক্যাম্পের সদস্যদের অভিযানে মাদক বিক্রির অভিযোগে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন আটক হয়েছে। তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজা, চোরাই মোটর সাইকেল ও দুই লক্ষাধিক টাকা। শুক্রবার বিকেল ৩ টার দিকে শ্যামনগর উপজেলার শৈলখালী এলাকা থেকে তাদের আটক এবং গাঁজাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, কালিগঞ্জের পাউখালী সেনাক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ২টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে শৈলখালী গ্রামের আব্দুর রশিদের ছেলে মোখলেছুর রহমান ওরফে আব্দুল জব্বার পালিয়ে গেলেও হাতেনাতে আটক হন তার ভাই লোকমান হোসেনকে (৪৫)। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোখলেছুর রহমান ওরফে আব্দুল জব্বারের স্ত্রী নুরজাহান বিবি (৩৫) ও মেয়ে সোনালী আক্তারকে (১৮) আটক করা হয়। তাদের নিকট থেকে ১ কেজি গাঁজা, নগদ ২ লক্ষাধিক টাকা, একটি ১টি এ্যান্ড্রয়েড ফোন, ৪টি বাঁন ফোন ও একটি চোরাই ইয়ামাহা এফজেড মোটরসাইকেল উদ্ধার করা হয়।  সেনাক্যাম্প সূত্র আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত টাকা ও অন্যান্য মালামালসহ আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।