খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপি’র পৃথক সাংগঠনিক সভা

অর্থ বা স্বার্থের বিনিময়ে কমিটিতে বিতর্কিতদের নাম অন্তর্ভুক্ত করা যাবে না : বক্তারা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি |
১২:১২ এ.এম | ১৯ এপ্রিল ২০২৫


খুলনার পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সাংগঠনিক সভা পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। উভয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল­া খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য সুলতান মাহমুদ, জাফরী নেওয়াজ চন্দন ও আতিক নেওয়াজ চঞ্চল।
শুক্রবার সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হকের পরিচালনায় সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য এড. আব্দুস সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু ও শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন ও সাজ্জাদ হোসেন মানিক, সদস্য শেখ বেনজীর আহম্মেদ লাল, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, এড. একরামুল হক ও সরদার ফারুক হোসেন। 
অন্যদিকে বিকালে পৌর বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে সংগঠনের পৌর আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক সেলিম রেজা লাকির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, মোস্তফা মোড়ল ও মোহর আলী।
সভায় বক্তারা বলেন, সকল পর্যায়ের কমিটি গঠনের ক্ষেত্রে কোনভাবেই আমা পলোক, অর্থ বা স্বার্থের বিনিময়ে কমিটিতে বিতর্কিতদের নাম অন্তর্ভুক্ত করা যাবে না। প্রকৃত নির্যাতিত নিপীড়িত ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দিতে হবে। এর কোন প্রকার ব্যপ্তায় ঘটলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।