খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

বেড়েছে পেঁয়াজের দাম, সবজিও ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক |
০১:০৫ এ.এম | ১৯ এপ্রিল ২০২৫


বাজারে কিছু দিন ধরে সব ধরনের সবজির দাম বাড়ছে। গেলো রমজান মাসজুড়ে সবজির দাম কম থাকায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কিনতে পেরেছেন। তবে ঈদের পর থেকে সবজির দাম বাড়তি যাচ্ছে। এদিকে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন খুচরা বিক্রেতারা।  শুক্রবার নগরীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায় বর্তমান বাজারের এ চিত্র ফুটে উঠেছে।
পেঁয়াজের দাম বেড়েছে ১৫-২০ টাকা : গত এক সপ্তাহের ব্যবধানে দেশি ও ক্রস জাতের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। গত সপ্তাহে ছোট ও বড় আকারের দেশি পেঁয়াজ আলাদা দামে বিক্রি হলেও আজ একই দামে বিক্রি হচ্ছে। তবে আকার অনুযায়ী ক্রস জাতের পেঁয়াজের দামের ভিন্নতা রয়েছে।
শুক্রবার বাজারে মান ও আকারভেদে প্রতি কেজি নতুন ক্রস পেঁয়াজ ৫৫-৬০ টাকা। এর মধ্যে ছোট আকারের পেঁয়াজ ৫৫ টাকা এবং বড় আকারের পেঁয়াজ ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। এছাড়া আজ প্রতি কেজি সাদা আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা, লাল আলু ২৫ টাকায়। বগুড়ার আলু ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নতুন দেশি রসুন ১২০ টাকা, চায়না রসুন ২০০ টাকা, চায়না আদা ১৮০ টাকা, ভারতীয় আদা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এক্ষেত্রে গত সপ্তাহের সাথে তুলনা করলে দেখা যায়, শুক্রবার প্রতি কেজিতে ক্রস জাতের পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা এবং দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১৫-২০ টাকা। আর চায়না রসুনের দাম কমেছে কেজিতে ২০ টাকা এবং চায়না ও ভারতীয় আদার দাম কমেছে ২০ টাকা করে। এছাড়া অন্যান্য পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত।
পেঁয়াজের দাম বেড়ে যাওয়া নিয়ে এক বিক্রেতা বলেন, পেঁয়াজের দাম যেই বাড়াক, সিন্ডিকেট হোক আর চাষিই হোক; আরও বাড়ালে ভুল করবে। কারণ আরও দাম বাড়লে তখন সরকার আমদানি করবে।
বিক্রেতারা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে ৮০ টাকা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কেন এভাবে দাম বাড়ছে জানতে চাইলে তারা বলেন, এটা রাখি পেঁয়াজ, দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তাই দাম বাড়ছে। এটা সংরক্ষণ করে সারা বছর বিক্রি করা হবে। কিছু দিন আগে যে পেঁয়াজ বাজারে ছিল সেটা রেখে বিক্রি করা যেতো না, পচে যেতো। ওগুলো সব বিক্রি করে এখন এগুলোর দাম বাড়িয়ে দিয়েছে।
সবজির দাম বেশি : গত সপ্তাহ চেয়ে শুক্রবার কিছু কিছু সবজির দাম সামান্য কমলেও এখনও তা বাড়তিই রয়েছে। এছাড়া নতুন করে বেড়েছে কয়েকটি সবজির দাম।
গতকাল বাজারে প্রতি কেজি টক টমেটো ৬০ টাকা, দেশি গাজর ৪০-৫০ টাকা, শিম ৮০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ৭০ টাকা, কালো গোল বেগুন ১০০ টাকা, শসা ৫০ (হাইব্রিড), ১২০ (দেশি) টাকা, উচ্ছে ৮০ টাকা, করলা ৮০ টাকা, কাঁকরোল ১০০-১২০ টাকা, পেঁপে ৭০ টাকা, মুলা ৬০-৭০ টাকা, ঢেঁড়শ ৮০ টাকা, সজনে ১৪০ টাকা, পটোল ৭০  টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মানভেদে প্রতিটি লাউ ৮০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা, ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি  বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা, লেবু বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।
এ ক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় আজ প্রতি কেজিতে টক টমেটোর দাম কমেছে ১০ টাকা, লম্বা বেগুনের দাম কমেছে ১০ টাকা, সাদা গোল বেগুনের দাম কমেছে ১০ টাকা, কাঁকরোলের দাম কমেছে ৪০ টাকা, ঢেঁড়সের দাম কমেছে ২০ টাকা, পটোলের দাম কমেছে ১০-২০ টাকা, চিচিঙ্গার দাম কমেছে ১০ টাকা, ধুন্দলের দাম কমেছে ১০-২০ টাকা, ঝিঙার দাম কমেছে ২০ টাকা, বরবটির দাম কমেছে ১০ টাকা। আর প্রতি পিস বাঁধাকপির দাম কমেছে ১০ টাকা।
এছাড়া প্রতি কেজিতে দেশি শসার দাম বেড়েছে ৪০ টাকা, শজনের দাম বেড়েছে ২০ টাকা। আর হালিতে কাঁচা কলার দাম বেড়েছে ১০ টাকা। এছাড়া অন্যান্য সবজির দাম রয়েছে অপরিবর্তিত। 
বাড়ছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম : বাজারে কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। তবে ব্রয়লার মুরগি ছাড়া অন্যান্য মুরগির দাম কমেছে। গতকাল প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে। এছাড়া আজ ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি ১৮৫-১৯৫ টাকা, কক মুরগি ২৩৫-২৬০ টাকা, লেয়ার মুরগি ২৯০-৩১০ টাকা, দেশি মুরগি ৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ফার্মের মুরগির প্রতি ডজন লাল ডিম ১১৫-১২০ টাকা, সাদা ডিম বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকায়।
এ ক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৫-১০ টাকা। আর প্রতি ডজনে মুরগির লাল ডিমের দাম বেড়েছে পাঁচ টাকা করে।
এছাড়া প্রতি কেজিতে কক মুরগির দাম ১০-২০ টাকা, লেয়ার মুরগির দাম ১০ টাকা এবং দেশি মুরগির দাম ১০ টাকা কমেছে। গরু ও খাসির মাংস এবং মুরগির সাদা ডিমের দাম রয়েছে অপরিবর্তিত।