খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান ডাবলু’র বিরুদ্ধে খাল দখল, হত্যার হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০১:১৫ এ.এম | ১৯ এপ্রিল ২০২৫


পাইকগাছা উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু’র বিরুদ্ধে খাল দখল, হত্যার হুমকি ও চাঁদা দাবির অভিযোগ এনে উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন একই সংগঠনের উপজেলা কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব। তবে এ বিষয়ে উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়কের বক্তব্য পাওয়া যায়নি। 
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর এলাকায় একটি মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। ঘটনার দিন গত বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু’র নেতৃত্বে কপিলমুনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ, ছাত্রলীগ নেতা রাতুল ও আওয়ামী লীগ নেতা এম আজাদ হোসেনের নেতৃত্বে ৬০/৭০ জনের একটি সংঘবদ্ধ দল রিভলবর, চাইনিজ কুড়াল, রামদা লোহার রড নিয়ে মৎস্য ঘের নাছিরপুর খালে প্রবেশ করে। এ সময় তারা ঘের কর্মচারী ওয়াজেদ আলী সরদারকে মেরে ধরে এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে জবানবন্দি নিয়ে ঘের থেকে তাড়িয়ে দেয়। 
আবু তালেব অভিযোগে উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর থেকে শাহাদাত হোসেন ডাবলু আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন নিয়ে নতুন করে এলাকায় সন্ত্রাসী বাহিনী গঠন করে ঘের ও খাল দখল এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছে। এরই ধারাবাহিকতায় সে এই ঘটনা ঘটিয়াছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। এমনকি ২০২৪ সালের কপিলমুনি ইউনিয়ন বিএনপি নেতা শেখ জাহাঙ্গীর হোসেনের পুত্রের নামে ইজারাকৃত নাছিরপুর বদ্ধ জলমহলটি দখল করে নেয়। এ সময় থানায় শাহাদাত হোসেন ডাবলু ও তার ছোট ভাই এম আজাদ হোসেনের নামে থানায় মামলা হয়। 
আবু তালেব বলেন, আমি একজন বিএনপি’র কর্মী হয়েও সন্ত্রাসী শাহাদাত হোসেনের দ্বারা নির্যাতিত হওয়াই সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। সে কারণে সংগঠনের কাছে প্রতিকার পাওয়ার জন্য তিনি উক্ত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে মুটোফোনে (০১৫৯-৫৮৫৭৭৯) যোগাযোগের চেষ্টা করা হলেও  বিএনপি’র উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ-এর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 
উল্লেখ্য বিগত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কপিলমুনি বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করার অভিযোগে শাহাদাত হোসেন ডাবলু’র বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠে।