খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কাগজী

অবহেলিত কয়রা-পাইকগাছায় এখন সময় এসেছে মানুষের কল্যাণে কাজ করা

কয়রা (খুলনা) প্রতিনিধি |
০১:১৭ এ.এম | ১৯ এপ্রিল ২০২৫


জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী বলেছেন, কয়রা-পাইকগাছার মানুষ খুব অবহেলিত অবস্থায় জীবনযাপন করে থাকে। এখন সময় এসেছে মানুষের কল্যাণে কাজ করা। তাই আগামী দিনে এই অঞ্চলের মানুষের কল্যাণে কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এ সময় এলাকার উন্নয়নে তিনি সাংবাদিকদের বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন আহক্ষান জানান। বর্তমান সময়ে আবারও ফ্যাসিবাদের দোষররা নানামুখী চক্রান্তের জন্য বিভিন্ন পরিকল্পনা করার চেষ্টা করছে। বর্তমান সরকার ও জাতীয়তাবাদী শক্তির সম্মিলিত প্রচেষ্টায় সেসব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। 
শুক্রবার সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন আমিরুল ইসলাম কাগজী। 
মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান, সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ শরিফুল আলম, মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, শেখ হারুন অর রশিদ, মোঃ রিয়াছাদ আলী, এস এম এ রউফ, মোঃ তরিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু, সাইফুল ইসলাম প্রমুখ। 
মতবিনিময় সভায় কয়রা উপজেলার কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।