খুলনা | রবিবার | ২০ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

দেবহাটার দু’টি আইসক্রিম ফ্যাক্টরীতে ২৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:০৫ পি.এম | ১৯ এপ্রিল ২০২৫


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় দু’টি আইসক্রিম তৈরী কারখানা অভিযান চালিয়ে ২৭ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার দেবহাটা উপজেলার সখিপুর এলাকার কাজীমহল­ায় মিঠাই আইসক্রিম ফ্যাক্টরী ও দক্ষিণ সখিপুরে নিউ কোয়ালিটি আইসক্রিম ফ্যাক্টরীতে এই অভিযান পরিচালনা করা হয়। 
সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম শনিবার উপজেলার সখিপুর এলাকায় বেশ কয়েকটি আইসক্রিম কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ওই এলাকার কাজীমহল­ায় মিঠাই আইসক্রিম ফ্যাক্টরীর পণ্যে উৎপাদন তথ্য না থাকায় আইনের ৩৭ ধারায় ফ্যাক্টরী মালিককে ১৫ হাজার টাকা ও নোংরা অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দক্ষিণ সখিপুরে নিউ কোয়ালিটি আইসক্রিম ফ্যাক্টরীর মালিককে আইনের ৪১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয় কর্তৃপক্ষ দু’টি আইসক্রিম ফ্যাক্টরী থেকে মোট ২২ টাকা জরিমানা আদায় করেন। ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন’ ৯ বাস্তবায়নে উক্ত বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এসময় সাথে ছিলেন জেলা পুলিশের একটি টিম ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা বিষিয়টি নিশ্চিত করেছেন।