খুলনা | রবিবার | ২০ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

ভেড়ামারা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি |
১১:০৯ পি.এম | ১৯ এপ্রিল ২০২৫


কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ মহসিন রেজা (৮০) শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। ঐদিনই বাদ আসর ভেড়ামারা আদর্শ কলেজ সংলগ্ন ভেড়ামারা পাইলট হাইস্কুল ফুটবল মাঠে তার নামাজে জানাজা শেষে ফারাকপুর কবরস্থানে দাফন করা হয়।
নামাজের পূর্বে ভেড়ামারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব শাজাহান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগ চৌধুরী, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক মোঃ কুতুব উদ্দিন, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা বিএনপি’র উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা পৌর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ মরহুমের পরিবারের সদস্যবৃন্দ। জানাজার নামাজ পড়ান বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম।