খুলনা | রবিবার | ২০ এপ্রিল ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২

শার্শায় কৃষকের এক একর জমির পাকা ধান জোর করে কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

শার্শা (যশোর) প্রতিনিধি |
১১:১৫ পি.এম | ১৯ এপ্রিল ২০২৫


যশোরের শার্শা উপজেলার গোকর্ণ গ্রামের বিএনপি কর্মী কৃষক মোঃ জুল হোসেনের এক একর জমির পাকা ধান দুর্বৃত্তরা জোর করে কেটে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষক জুল হোসেন পুলিশে অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি। কৃষক জুল হোসেন উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। 
অভিযোগে বিএনপি কর্মী কৃষক মোঃ জুল হোসেন জানান, তিনি ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের গৌরসুটি মৌজায় কবলা মুলে  ২০২২ ও ২০৩৯ দাগে এক একর জমি ক্রয় করে চাষ-আবাদ করেন। এ বছর তার জমিতে ইরি ধান রোপনের জন্য জমিও তৈরী করেন। জমি তৈরীর পর ধান রোপনের জন্য তিনি তার জমিতে গিয়ে দেখেন কে বা কারা তার জমিতে ধান লাগিয়েছে। পরে জানতে পারেন পূর্ব শত্র“তার জের ধরে পার্শ¦বর্তীঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের গৌরসুটি গ্রামের মৃত হানিফ আলীর ছেলেরা তার জমিতে জোর করে ধান লাগিয়েছে। এখন ঐ জমির ধান তারা কাটা শুরু করেছে। জুল হোসেন অভিযোগে উলে­খ করেন তার জমিতে পাকা ধান কাটা ও জোর করে জমি দখল নিচ্ছে গৌরসুটি গ্রামের মৃত হানিফ আলীর ছেলে মোঃ মানিক(৪৫), তার সহদর মোঃ আনিছুর রহমান(৩৫),মোঃ জুয়েল রানা(৩২), মোঃ আব্দুল­াহ (৪২) ও মোঃ মোতালেব হোসেন (৩৮) । এদের বিরুদ্ধে জমি দখল ও ধান কাটার ঘটনায় গত ১৭ এপ্রিল ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মোঃ মানিক জানান, স্থানীয় ভাবে  বসে জুল হোসেন তার জমির কাগজপত্র দেখাতে পারলে তারা জমি দিয়ে দিবেন। ডিহি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওলিয়ার রহমান জানান, গোকর্ণ গ্রামের মোঃ জুল হোসেন একজন বিএনপি কর্মি ও দরিদ্র কৃষক। ওলিয়ার রহমান জানান জুল হোসেনের পাকানো বা তৈরী জমিতে পার্শ্ববর্তী গৌরসুটি গ্রামের মৃত হানিফ আলীর ৫ ছেলে ধান লাগিয়েছে। এখন ঐ জমির সেই পাকা  ধান কেটে নিচ্ছে বলে জানান। । 
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি যেহেতু বাদী শার্শা থানার ও বিবাদী ঝিকরগাছা থানার। এ জন্য ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর  ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন এ ব্যাপারে তার কিছু জানা নেই। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।