খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

বটিয়াঘাটায় নাবালিকা গণধর্ষণ মামলার প্রধান আসামি আটক

বটিয়াঘাটা প্রতিনিধি |
০১:৫৪ এ.এম | ২২ এপ্রিল ২০২৫


বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকায় নাবালিকা গণধর্ষণ মামলার প্রধান আসামিকে মামলার ৬ ঘন্টার মধ্যেই  গ্রেফতার করেছে র‌্যাব-৬। সা¤প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমতাবস্থায় উক্ত আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাবের আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত রোববার রাতে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বটিয়াঘাটা থানাধীন তেঁতুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি মিজানুর রহমান খোকন (৫০) কে গ্রেফতার করে। তাকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। 
জানা যায়, আসামিরা ভিকটিমের প্রতিবেশী। গত ১৯ এপ্রিল রাত ৮টার দিকে ভিকটিম খাবার কিনে ফেরার পথে ১নং আসামি ভিকটিমকে তার বাবা ডাকছে বলে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে আগে থেকে অবস্থান করা অপর ২ জন আসামিসহ ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি ছায়া তদন্ত শুরু করে এবং মামলা রুজু হওয়ার ৬ ঘণ্টার মধ্যেই এজাহারনামীয় প্রধান আসামিকে বটিয়াঘাটা থেকে গ্রেফতার করেন।