খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

জনউদ্যোগ, খুলনার সংবাদ সম্মেলন

উপকূলীয় নারীর স্বাস্থ্য ও জীবন-জীবিকা নিশ্চিত করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
১২:২১ এ.এম | ২৩ এপ্রিল ২০২৫


উপকূলীয় নারীর স্বাস্থ্য ও জীবন-জীবিকা নিশ্চিত করতে হবে। লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলের নারীদের অকাল গর্ভপাত, প্রজননতন্ত্রের সমস্যা, ঋতুচক্র জনিত সমস্যাসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপকূলীয় এলাকার কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা ও জেলা হাসপাতালকে বিশেষ গুরুত্ব দিয়ে পর্যাপ্ত পরিমাণে প্রাথমিক স্বাস্থ্য সেবার উপকরণ, ওষুধ ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কিশোরী ও নারীরা তাদের প্রজনন স্বাস্থ্যজনিত সমস্যা যাতে তাদের পরিবারও চিকিৎসকদের কাছে নিরাপদে তুলে ধরতে পারে এ রকম সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। জরায়ুু মুখে ক্যান্সার হচ্ছে কি না তার জন্য বায়োপসি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। লবণাক্ততার কারণেই জরায়ু ক্যান্সার বাড়ছে কি না, এ বিষয়ে আরও বেশি সরকারিভাবে গবেষণা করতে হবে। উপকূলীয় অঞ্চলে সহজে মিষ্টি পানির ব্যবস্থা করতে হবে। যাতে করে শরীরের প্রয়োজনীয় পানির ব্যবহারের নিশ্চিত করতে পারে। এই অঞ্চলের নারী ও শিশুদের সচেতনতা তৈরি করতে উঠান বৈঠকসহ নানা পদক্ষেপ নিতে হবে। উপকূলীয় নারীর জীবন-জীবিকা ঝুঁকিমুক্ত করতে নিতে হবে নানা উদ্যোগ। জনউদ্যোগ খুলনার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ একথা বলেন।
মঙ্গলবার বেলা ১টায় খুলনা আর্ট স্কুলের মিলনায়তনে জনউদ্যোগ খুলনার আয়োজনে উপকূলীয় নারীর স্বাস্থ্য ও জীবন-জীবিকা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা আফম মহসিন। 
এ সময় উপস্থিত ছিলেন-জনউদ্যোগ খুলনার আহবায়ক মানস কুমার রায়, নাগরিক নেতা মাসুদ মাহমুদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম, খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, রাইটার্স ফোরামের সাধারণ সম্পাদক নূরুন নাহার হীরা, পড়শী সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণা দাস, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন প্রমুখ।