খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ইসলামী আন্দোলন ডুমুরিয়ায় উপজেলা শাখার কর্মী সম্মেলন

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৩০ এ.এম | ২৩ এপ্রিল ২০২৫


বাংলাদেশ ইসলামী আন্দোলন ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এক কর্মী সম্মেলন সোমবার বিকেলে শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা উমার আলী। প্রধান অতিথির বক্তব্য দেন শায়খে চরমোনাই মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
তিনি তার বক্তব্যে বলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নীতিবান ও আদর্শবান নেতা যতদিন ক্ষমতায় না আসবে ততদিন এদেশে শান্তি আসবে না। বন্ধ হবে না সুদ, ঘুষ, দুর্নীতি।প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল­াহ ইমরান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুল­াহ গালিব। উপজেলা সেক্রেটারি মুহাম্মদ শেখ ওলিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন মাওলানা রেজাউল করিম সরদার, জামায়াত ইসলামী উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইন, হেফাজতে ইসলাম উপজেলা সেক্রেটারি মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান, হাবিবুর রহমান গোলদার, মাওলানা ওমর ফারুক, মাওলানা মাহবুবুল আলম, মুফতি সাইফুল ইসলাম, আবু নাঈম গোলদার, মোল­া শফিউল­াহসহ স্থানীয় নেতৃবৃন্দ।