খুলনা | শুক্রবার | ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২

রামপালে জুলাই আন্দোলনে হামলা, গুলিবর্ষণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ খালেক, হাবিবুন নাহার, সাবেক এসপি ও ওসিসহ ১৬৯ জন আসামি

নিজস্ব প্রতিবেদক |
০১:৩২ এ.এম | ২৩ এপ্রিল ২০২৫


ছাত্র জনতার গণঅভ্যুথানে গত ৪ আগস্ট বাগেরহাটের রামপাল হামলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। ছাত্র ও জনসাধারণের উপর হামলা, গুলি চালানো, দেশীয় ও মারাত্মক অস্ত্র দিয়ে নির্যাতন এবং নারীদের ৯ ঘণ্টা গুমের উদ্দেশ্যে অবরুদ্ধ করে রাখার ঘটনায় এ অভিযোগ দাখিল করা হয়েছে।
এ ঘটনায় আহত এক ভিকটিম বাদী হয়ে মোট ১৬৯ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেন। আসামিদের মধ্যে রয়েছেন তালুকদার আব্দুল খালেক, হাবিবুন নাহার, সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান আঃ রউফ, মোয়াজ্জেম হোসেন, সাবেক বাঁশতলী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মাদ আলী, সাবেক মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সাবেক বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত, এবং সাবেক রামপাল থানা অফিসার ইনচার্জ সৌমেন দাস।
অভিযোগে বলা হয়েছে, ওইদিন দীর্ঘ ৯ ঘণ্টা রামপালের একটি নির্দিষ্ট এলাকায় ছাত্র ও সাধারণ মানুষকে অবরুদ্ধ করে মারধর ও গুলি চালানো হয়। একই সাথে নারীদের গুমের উদ্দেশ্যে আটকে রাখার অভিযোগও তোলা হয়।
এ ঘটনায় তদন্ত ও বিচার প্রক্রিয়ার দাবিতে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং স্বচ্ছ তদন্তের আহŸান জানিয়েছে।