খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় সহিংসতা নিরসন ও স¤প্রীতি স্থাপনে ১৫ সদস্যের সুরক্ষা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৬ পি.এম | ২৩ এপ্রিল ২০২৫


স¤প্রতি রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের সহিংসতা সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে বিভাজন তৈরীর চক্রান্ত চলছে। এ ধরনের চক্রান্ত আমাদের সামাজিক বন্ধন, ধর্মীয় স¤প্রীতি, স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। একই সাথে সা¤প্রতিক সময়ে কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, যা আমাদের সহাবস্থানের পরিবেশকে নষ্ট করার সম্ভাবনা তৈরী করেছে। গুজবে কান না দিয়ে সম্মিলিতভাবে আমাদের এসমস্যা সমাধান করতে হবে। 
বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের ম্যানগ্রোভ সভা ঘরে সাতক্ষীরা সদর পিএফজি আয়োজিত সহিংসতা নিরসন ও স¤প্রীতি স্থাপন শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। “সংঘাত নয়, স¤প্রীতির বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সমানে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্র“প (পিএফজি), সাতক্ষীরা সদর এই সভার আয়োজন করে। পিএফজি সদস্য প্রফেসর ড. দিলারা বেগমের সভাপতিত্বে সাংবাদিক ও পিএফজি এ্যাম্বাসেডর মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবুল। 
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদী, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সনাক সভাপতি হেনরি সরদার, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, এ্যাম্বাসেডর ফরিদা আক্তার বিউটি, সহকারি অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, মাওলানা মাহবুবুর রহমান, সাংবাদিক গোলাম সরোয়ার, ওয়াইপিএজি সদস্য সমাপ্তি গাইন, হৃদয় মন্ডল, মুসফিকুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা আরো বলেন, আমরা যেন গুজবে কান না দেই, প্রকৃত ঘটনা জানার চেষ্টা করি এবং সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করি। এই পরিস্থিতিতে আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সভায় স¤প্রীতির সাতক্ষীরা গড়ায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। 
সভায় সহিংসতা নিরসন ও  স¤প্রীতি স্থাপনের জন্য জেলা বিএনপি’র সদস্য সচিবকে প্রধান করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা ও শিক্ষার্থীদের নিয়ে  স¤প্রীতি সুরক্ষা কমিটি নামক ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন ধমের ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষাথী পিএফজি’র সদস্যবৃন্দ, ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্র“প এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।