খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও বাড়িঘর ভাঙচুর

কচুয়া প্রতিনিধি |
১১:৫১ পি.এম | ২৩ এপ্রিল ২০২৫


কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত সোমবার বেলা ১১ টার দিকে বাধাল ইউনিয়নের যশোরদি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উক্ত এলাকার মজিবর শেখের ছেলে ছত্তার শেখের (৩৫) সাথে পার্শ্ববর্তী সিদ্দিক শেখের ছেলে মামুন সেখের (২৭) তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা শেষে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার রেশ ধরে দুর্বৃত্তরা ঐদিন দুপুরে ও বিকেলে দুই দফা হামলা চালিয়ে হাবিবুর রহমানের ছেলে সাইফুল শেখ (৩০) ও মতিয়ার রহমানের ছেলে হাবিব শেখ (৬০) এর বসত ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনায় তাদের দুই লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, মামুন শেখের কথায় ছাত্রদল নেতা রানা দিদারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল এ হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে মুঠোফোনে ওই এলাকার বিএনপি’র ওয়ার্ড সভাপতি বলেন হামলা এবং ভাঙচুরের ঘটনা আমি শুনেছি তবে কে বা কারা করেছে এটা স্পষ্ট না। এ বিষয়ে দলীয় কেউ জড়িত থাকলে আমরা তার দায়ভার নিব না।
তবে অভিযুক্ত মামুন শেখ ও তার পরিবারের সদস্যরা দাবি করেন, তাকেই প্রথমে মারধর করা হয়েছে। এরপরে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে যান। পরবর্তীতে তাদের বাড়ি ঘরে কে হামলা চালিয়েছে বা ভাঙচুর করেছে তা আমরা বলতে পারি না। এছাড়া সকালের মারধরের ঘটনায় আমি ও আমার স্ত্রী রুমিসা বেগম ও মোমেনা বেগম আহত হয়েছে। কচুয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। স্থানীয় একটি পক্ষ বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। ঘটনা নিয়ে উভয়ের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।