খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

অভয়নগরে রাষ্ট্রীয় পাটকল চালুর দাবিতে পাট শ্রমিকদের মানববন্ধন

অভয়নগর প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ২৩ এপ্রিল ২০২৫


রাষ্ট্রীয় পাটকল পুনরায় চালুর দাবিতে অভয়নগরে পাট শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার বিকেল ৪টায় যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট বালিকা বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি আবু নঈম মোড়ল, সাবেক মেয়র ও শ্রমিক দল আঞ্চলিক কমিটির আহক্ষায়ক রবিউল ইসলাম রবি, কেন্দ্রীয় পাট শ্রমিক দলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় পাট শ্রমিক দলের সহ-সম্পাদক জাহিদুল ইসলাম লাল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শমসের আলম, আঞ্চলিক শ্রমিক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম টুলু, অভয়নগর-নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা বিএনপি’র সেক্রেটারি গোলাম হায়দার ডাবলু, ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুর রউফ সরদার ও সেক্রেটারি আব্দুর রহিম মেজো, ৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোঃ মাহবুব হাজরা প্রমুখ।
বক্তারা বলেন, এক সময় যশোর-খুলনা অঞ্চলে রাষ্ট্রীয় পাটকল ছিল শ্রমজীবী মানুষের আয়ের প্রধান উৎস। আজ তা বন্ধ হয়ে যাওয়ায় হাজারো শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে বন্ধ রাষ্ট্রীয় পাটকল চালু ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান বক্তারা।