খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২

১০ ওভারে ৪ মেডেন : ১২ রানে ৬ উইকেট

খুলনার খেলোয়াড় মুনিয়ার ক্যারিয়ার সেরা সাফল্য

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৪ এ.এম | ২৪ এপ্রিল ২০২৫


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগে ১০ ওভার বল করে ৪ মেডেনে ১২ রান দিয়ে ৬ উইকেট লাভ করেছে খুলনার খেলোয়াড় সুমাইয়া আক্তার মুনিয়া। আর ক্যারিয়ার সেরা এ সাফল্য তিনি পেয়েছে ম্যাচ সেরার পুরস্কার।   
নগরীর বয়রা পিএমজি কলোনীতে বেড়ে ওঠা পিতা মোঃ আব্দুল হালিম ফকির ও মাতা মোসাঃ নূর নাহার এর সন্তান কম্পিউটার সাইন্স নিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়–য়া সুমাইয়া আক্তার মুনিয়া এমন একটি পারফরম্যান্স করতে পেরে জানালেন তার ভবিষ্যত পরিকল্পনার কথা। তিনি বলেন, আমার অনেক ভালো লাগছে। আসলে এটা আমার একটি বড় স্বপ্ন ছিল যে আমার বেস্ট পারফরম্যান্স দিয়ে বিসিবি এর থেকে প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার নিবো এবং নিজেকে পরিচিত করবো। এবারের টুর্নামেন্টএ অনেক স্ট্রাগল করে আমাকে আসতে হয়েছে তাই এমন একটি পারফরম্যান্স আমার খুব দরকার ছিল। আমি খুব খুশি। এই খুশি আমি আমার মায়ের জন্য উৎসর্গ করছি। আমি জাতীয় দলে খেলতে চাই এবং এমন আরও অনেক অর্জন বাংলাদেশকে এনে দিতে চাই। তিনি আরও জানান, বাড়ির পাশের স্টেডিয়ামে অনুশীলন করেছি কোচ  ইমতিয়াজ হোসেন পিলু স্যারের কাছে। সালমা আপু থেকে শুরু করে অনেক প্লেয়ার তার হাত ধরে জাতীয় দলে খেলেছে। স্যার এবং আরও কিছু মানুষ যাদের সঠিক প্রশিক্ষণের ফলে আমি এত দূর আসতে পেরেছি। আর্থিক সমস্যার পরেও পরিবারের সর্বোচ্চ সাপোর্টে আমি পড়ালেখার পাশাপাশি অনেক কষ্টে ক্রিকেটটাকে চালিয়ে যাচ্ছি। তবুও নারী ক্রিকেটার হিসেবে সঠিক মূল্যায়নের অভাবে আমরা আমাদের পরিচিতি হওয়ার সুযোগটা পাইনা। আমি ছাড়াও অনেকেই খুলনাতে অনুশীলন করি অনেকে আমার থেকেও হতদরিদ্র কিন্তু ক্রিকেটটাকে ভালোবেসে অনুশীলন চালিয়ে যাচ্ছে। তবে আমরা সকলেই সুযোগের অভাবে পিছিয়ে আছি। বিসিবি’র কাছে আবেদন খুলনার ক্রিকেটারদের উপর সঠিকভাবে নজর দিয়ে ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়ার।