খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২

বাকি অন্তত ৩০ জন ধরা-ছোঁয়ার বাইরে

নগরীতে আ’লীগের ঝটিকা মিছিলে অংশ নেয়ায় আটক রূপসার মামুন মীর কারাগারে

নিজস্ব প্রতিবেদক |
০২:২০ এ.এম | ২৪ এপ্রিল ২০২৫


নগরীর জিরো পয়েন্ট এলাকায় গত রোববার সকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেয়া রূপসার মামুন মীরকে আটক করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা রাতে ধাওয়া করে রূপসা কলেজ এলাকা থেকে তাকে আটক করে। রূপসা এলাকার অন্তত ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী এ মিছিলে অংশ নেয় বলে জানা গেছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে ওসি জানিয়েছেন।
উলে­খ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরাও চলে যায় আত্মগোপনে। তবে গত ২০ এপ্রিল রোববার সকালে হঠাৎ করে খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এর মধ্যে নগরীর জিরোপয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলকারীদের মধ্যে রূপসা উপজেলার নেতা-কর্মী আংশগ্রহন ছিল চোখে পড়ার মতো। এতে নড়েচড়ে বসে রূপসা থানা পুলিশ। 
রূপসা থানা পুলিশ জানায় মিছিলের ছবির সূত্র ধরে ইতোমধ্যে মঙ্গলবার সন্ধ্যা রাতে বাগমারা গ্রামের মৃত নিয়ামত মীরের রড় ছেলে মামুন মীর (৩২) কে রূপসা কলেজ এলাকা থেকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নির্দেশনায় সেকেন্ড অফিসার নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। নগরীর হরিণটানা থানা একটি নাশকতা মামলায়  তাকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। গতকাল বুধবার তাকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে মিছিলে অংশগ্রহণকারী বাকি নেতা-কর্মীরা এখন পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। তাদের বর্তমানে এলাকায় দেখা যাচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছে। 
অপর দিকে যারা ওই ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন তদের অনেকের নাম পরিচয় পাওয়া গেছে। এরা হলেন রূপসার নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোশতাক, রূপসা উপজেলা কৃষক লীগের আহŸায়ক আব্দুল মান্নান শেখ, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, স্কুলছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সরদার মনি, খুলনা জেলা যুবলীগের সদস্য রামনগর গ্রামের মোঃ হারুন মোল­া, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, নৈহাটী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ তারেক আজিজ, নৈহাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার, নৈহাটী ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক পরিবহন ব্যবসায়ী মোঃ রনি শেখ, যুবলীগ নেতা মোঃ জুম্মান শেখ, উপজেলা শ্রমিক লীগ নেতা এস এস সোহেল হোসেন লিটন, রামনগর এলাকার ব্যবসায়ী রিপন হাওলাদার, বাগমারা গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে মোঃ মোতালেব হোসেন, বাগমারা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, নৈহাটী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফ্ফর শেখ ওরফে মোজাফফর হুজুর, সদ্য জামিনপ্রাপ্ত বাগমারার মোঃ নিয়ামত আলী। রূপসার অন্তত ৩০/৩৫ জন নেতা-কর্মী উক্ত মিছিলে অংশগ্রহণ করেন। 
রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খুলনা মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণ করা মামুন মীর নামে এ যুবককে আটক করা হয়েছে। হরিণটানা থানায় একটি নাশকতা মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান থানার এ শীর্ষ পুলিশ কর্মকর্তা।
আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নির্দেশনায় সেকেন্ড অফিসার নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। নগরীর হরিণটানা থানা একটি নাশকতা মামলায়  তাকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। গতকাল বুধবার তাকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে মিছিলে অংশগ্রহণকারী বাকি নেতা-কর্মীরা এখন পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। তাদের বর্তমানে এলাকায় দেখা যাচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছে। 
অপর দিকে যারা ওই ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন তদের অনেকের নাম পরিচয় পাওয়া গেছে। এরা হলেন রূপসার নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোশতাক, রূপসা উপজেলা কৃষক লীগের আহŸায়ক আব্দুল মান্নান শেখ, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, স্কুলছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সরদার মনি, খুলনা জেলা যুবলীগের সদস্য রামনগর গ্রামের মোঃ হারুন মোল­া, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, নৈহাটী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ তারেক আজিজ, নৈহাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার, নৈহাটী ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক পরিবহন ব্যবসায়ী মোঃ রনি শেখ, যুবলীগ নেতা মোঃ জুম্মান শেখ, উপজেলা শ্রমিক লীগ নেতা এস এস সোহেল হোসেন লিটন, রামনগর এলাকার ব্যবসায়ী রিপন হাওলাদার, বাগমারা গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে মোঃ মোতালেব হোসেন, বাগমারা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, নৈহাটী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফ্ফর শেখ ওরফে মোজাফফর হুজুর, সদ্য জামিনপ্রাপ্ত বাগমারার মোঃ নিয়ামত আলী। রূপসার অন্তত ৩০/৩৫ জন নেতা-কর্মী উক্ত মিছিলে অংশগ্রহণ করেন। 
রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খুলনা মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণ করা মামুন মীর নামে এ যুবককে আটক করা হয়েছে। হরিণটানা থানায় একটি নাশকতা মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান থানার এ শীর্ষ পুলিশ কর্মকর্তা।