খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

খুলনা জেলা আইনজীবী সমিতি আয়োজিত সেমিনারে বক্তারা

বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত না হলে প্রকৃত বিচারিক স্বাধীনতা সম্ভব নয়

খবর বিজ্ঞপ্তি |
০২:২৩ এ.এম | ২৪ এপ্রিল ২০২৫


খুলনা জেলা আইনজীবী সমিতিতে বুধবার ‘স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় স্বতন্ত্র সচিবালয়ের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বিচারবৃন্দ, আইনজীবী, মানবাধিকার কর্মী এবং বিচার ব্যবহার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ স্বাধীন বিচার বিভাগের জন্য আলাদা বিচার বিভাগীয় সচিবালয় গঠনের দাবি জানান। 
সভায় বক্তারা বলেন, বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত না হলে প্রকৃত বিচারিক স্বাধীনতা সম্ভব নয়। বর্তমানে বিচার বিভাগ প্রশাসনিকভাবে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রনাধীন থাকায় বিচারক নিয়োগ, বদলি, পদোন্নতি ও বাজেট ব্যবস্থাপনায় নির্বাহী বিভাগের প্রভাব বিদ্যমান। 
বক্তারা আরও বলেন, সংবিধানের ২২ অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চত করা রাষ্ট্রের দায়িত্ব। এ অবস্থায় দ্রুত একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা হলে বিচার বিভাগ নিজস্ব প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে পারবে, যা বিচারপ্রার্থী সাধারন মানুষের জন্য আরও দ্রুত কার্যকর ও স্বচ্ছ সেবা নিশ্চত করবে। বিচার বিভাগীয় সচিবালয় গঠনের মাধ্যমে প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা নিশ্চত হবে বিচারক ও কর্মচারীদের জন্য দক্ষ মানব সম্পদ উন্নয়ন সম্ভব হবে। দীর্ঘ সূত্রিতা ও মামলা জট কমবে ন্যায় বিচারের প্রতি জনগনের আস্থা বাড়বে সভা শেষে বক্তারা বিচার বিভাগের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় গঠনের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন এবং এ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহŸান জানান। 
খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব শেখ নূরুল হাসান রুবার সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির আহবায়ক এড. মোঃ আব্দুল­াহ হোসেন বাচ্চু। 
‘স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় স্বতন্ত্র সচিবালয়ের ভূমিকা’ শীর্ষক খুলনা জেলা আইনজীবী সমিতির সেমিনার প্রধান অতিথির বক্তৃতা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও সভাপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন মোঃ আমিরুল ইসলাম। 
সেমিনারে আলোচক ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শেখ ইউনূস আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল মালেক, এড. মোহাম্মদ ইউনুস এড. শেখ মাসুদ হোসেন রনি এড. মোল­া মোঃ মাসুম রশীদ এড. কুদরত-ই-খুদা।