খুলনা | শনিবার | ২৬ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২

খুলনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে

অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবলে বয়রা তরুণ সংঘ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৫ এ.এম | ২৫ এপ্রিল ২০২৫


ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪-২৫ এর অংশ হিসাবে খুলনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খুলনা জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও ক্রীড়া ক্লাবের অনূর্ধ্ব ১৫ বছরের বালকদের ফুটবল প্রতিযোগিতায় বয়রা তরুণ সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। নগরীর সোনাডাঙ্গা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বুধবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় বয়রা তরুণ সংঘ ২-০ গোলে সান ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা ও বরিশাল বিভাগ মোঃ আবুল হোসেন হাওলাদার। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খুলনা মোঃ আলিমুজ্জামান। অনুষ্ঠানের প্রধান অতিথি চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন। ৪ দলীয় এই টুর্নামেন্টে প্রতিদ্ব›িদ্বতা করে খুলনা মোহামেডান ফুটবল একাডেমি, খালিশপুর ফুটবল একাডেমি, সান ফুটবল একাডেমি ও বয়রা তরুণ সংঘ ফুটবল একাডেমি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বয়রা তরুণ সংঘ ফুটবল একাডেমি’র সভাপতি শেখ হেমায়েত উল­াহ, সান ফুটবল একাডেমির কর্ণধার মঈনুল ইসলাম টুটুল, সাবেক খেলোয়াড় মোস্তাফিজুর রহমান পলাশ, মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ আশরাফ হোসেন, ফুটবল কোচ, বিএফএফ।
এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন এবং ফেস্টুন উড়িয়ে খেলোয়াড়দের সঙ্গে নিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ, খুলনা ও বরিশাল বিভাগ মোঃ আবুল হোসেন হাওলাদার। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান।