খুলনা | শুক্রবার | ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২

খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক |
০২:৩৪ এ.এম | ২৫ এপ্রিল ২০২৫


খুলনায় ইসলামী ব্যাংক হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর জাতিসংঘ পার্ক সংলগ্ন হাসপাতালটির ভবনের নিচ তলায় এ আগুন লাগে।  প্রায় এক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
হাসপাতালের সহকারী ক্যাশ অফিসার নেয়ামুল বারী হুজাইফা বলেন, গ্যারেজ রুমের জেনারেটর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের কর্মীরা তাৎক্ষণিক ভাবে অগ্নি নির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হননি। এদিকে হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।