খুলনা | শনিবার | ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২

উন্নয়ন কমিটির উদ্যোগে

বর্ণাঢ্য আয়োজনে খুলনা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক |
০৫:২৭ পি.এম | ২৫ এপ্রিল ২০২৫


আজ ২৫ এপ্রিল শুক্রবার খুলনা জিলা প্রতিষ্ঠার ১৪৩ বছর পুর্তিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে “খুলনা দিবস” পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত এক সমাবেশের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপি কর্মসূচীর উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় পালকি, ঘোড়ার গাড়ি, সাইকেলিং, আদিম মানুষ, জেলে, রোভার স্কাউট, গার্লস গাইড, ব্যান্ড পার্টি অংশ নেয়। খুলনা দিবস উপলক্ষ্যে উন্নয়ন কমিটির পক্ষ থেকে স্মরণিকা প্রকাশ, খুলনা মেজবানি, সংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। ১৮৮২ খিস্টাব্দের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনাকে জিলা হিসাবে ঘোষনা করা হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এই দিনটিকে প্রতি বছর নানাবিধ কর্মসূচীর মাধ্যমে পালন করে আসছে।

খুলনা দিবসের দিনব্যাপি কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা খুলনার সামগ্রিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা খুলনার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণের আহবান জানিয়ে বলেন খুলনার উন্নয়নের জন্য যে সকল দাবিসমূহ এখনও অপুরনীয় রয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দিনব্যাপি কর্মসূচীতে খুলনার প্রশাসনিক উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী, নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ, নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দলমত নির্বিশেষে খুলনার সর্বস্তরের ব্যাপক জনগন অংশগ্রহন করেন।

উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। সংগঠনের এর মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ এর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক পিপিএম, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. এস.এম শফিকুল আলম মনা, সাধারন সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপি’র সভাপতি মোঃ মনিরুজ্জামান মন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারী এ্যাড. জাহাঙ্গীর হোসেন হেলাল, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান, প্রকৌশলী আজাদুল হক, বিশিষ্ট নাগরিক স্বপন কুমার গুহ, এ্যাড. কুদরত ই খুদা,  খুলনা আইনজীবী সমিতির আহবায়ক এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সদস্য সচিব এ্যাড. শেখ নুরুল হাসান রুবা, খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক নবাব, আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খান মনিরুজ্জামান, সিপিবি নেতা এস,এ রশীদ, ওয়র্কার্স পার্টির নেতা এ্যাড. মিনা মিজানুর রহমান, শেখ মফিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা মহানগর সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, গণসংহতি আন্দোলন নেতা মুনির চৌধুরী সোহেল, বিএনপি নেতৃ অধ্যক্ষ রেহানা আক্তার, নাগরিক নেতা এ্যাড. বাবুল হাওলাদার, ডাঃ নাসির উদ্দিন, কবি সৈয়দ আলী হাকিম, দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এস.এম সাহিদ হোসেন, উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজাম উর রহমান লালু, সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাশার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মামনুরা জাকির খুকুমনি, মোঃ খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মোল্লা মারুফ আল রশীদ, মনিরুল ইসলাম (মাস্টার), এ্যাড. এস.এম মারুফ আহমেদ, জামাল আব্দুল নাসের লালন, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, প্রফেসর সেলিনা বুলবুল, নগর ও পরিকল্পনা সম্পাদক প্রকৌশলী সেলিমুল আজাদ, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিকুর রহমান, ক্রীড়া সম্পাদক জি.এম.রেজাউল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, মৎস্য ও বন বিষয়ক সম্পাদক এস এম মুর্শিদুর রহমান লিটন, নির্বাহী সদস্য আফজাল হোসেন রাজু, মোঃ মোর্শেদ উদ্দিন, এ্যাড. শেখ জাকিরুল ইসলাম, এ্যাড. সেলিম আল আজাদ, এ্যাড. আমিনুর রহমান, আব্দুস সালাম শিমুল, সাইফুল মিনা. এস.এ সবুর, ঝর্না আক্তার বৃষ্টি, সালমা জাহান, দেলোয়ার উদ্দিন দিলু, এন.এম. সোহেল ইসলাম, সেবক সম্পাদক এস.এম মারুফ হোসেন, মোঃ আশরাফ হোসেন, মোঃ রেজাউল হক, মোঃ আজিম উর রহমান মুরাদ, আবু আল মিরাজ, আতিয়ার রহমান, আব্দুল হান্নান  প্রমূখ। সন্ধ্যায় নগরীর শিববাড়ি মোড়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।