খুলনা | সোমবার | ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২

সদর থানা জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির

খবর বিজ্ঞপ্তি |
১২:০৪ এ.এম | ২৬ এপ্রিল ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, কর্মী শিক্ষা শিবিরে জামায়াতে ইসলামীর কর্মীদের কাগজে কলমে দ্বীনি শিক্ষা দেয়া হয়। কর্মীদের মানোন্নয়ন করে দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা। যাতে তারা আল­াহর জমিনে আল­াহর আইন প্রতিষ্ঠা করে আল­াহর সন্তুষ্টি অর্জন করতে পারে। তিনি বলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী না থাকলে একামতে দ্বীন বোঝা যেতো না। পৃথিবীতে নবীগণের আগমনে আল­াহর জমিনে আল­াহর দ্বীন কায়েম করা। 
শুক্রবার সকালে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর ২৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।   
খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সালামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা ও মাওলানা শেখ মোঃ অলিউল­াহ। দারসুল কুরআন পেশ করেন খুলনা সদর থানার প্রশিক্ষণ সেক্রেটারি ডাঃ হাফেজ মাওলানা সাইফুল­াহ মানসুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস এম মোয়াজ্জম হুসাইন, মওলানা নাসির উদ্দিন, মাওলানা আল মামুন মলি­ক, মোঃ আরাফাত হোসেন, মাওলানা সাব্বির তরফদার, মাওলানা আব্দুল­াহ আল মামুন, ডাঃ আক্তারুজ্জামান সুমন, মাওলানা সিরাজ বিন ইয়াকুব, মাওলানা আব্দুল অহেদ প্রমুখ।
এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, আল­াহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান ইসলাম। ইসলাম ব্যতিত অন্য কোন ধর্ম আল­াহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে এবং রাসূল (সাঃ) কে একমাত্র নেতা হিসেবে অনুসরণ করতে হবে।