খুলনা | সোমবার | ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২

হাজী কল্যাণ ফাউন্ডেশনের প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:০৪ এ.এম | ২৬ এপ্রিল ২০২৫


খুলনা হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ৩ মে (শনিবার) খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিতব্য হজ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল মালেকের সভাপতিত্বে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার। সভায় ফাউন্ডেশনের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং হজ প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন কমিটি উপলক্ষে গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
সভায় সর্বশেষ প্রস্তুতি তুলে ধরেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফরাজী। শুভেচ্ছা বক্তৃতা করেন নির্বাহী পরিচালক শেখ মোঃ সাহেব আলি। আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ নুরুল হক ফকির, নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক এসপি শেখ নুরুল ইসলাম, অধ্যাপক শিকদার রুহুল আমিন, আলতাফ হোসেন, রেজাউল শেখ, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ, কাজী আব্দুস সেলিম, সরদার আবু তাহের, মোহাম্মদ মোস্তফা, এড. শামীম মোশাররফ, কাজী কামরুল ইসলাম কচি, আমিমুল এহসান, সাকিব আফতাব সুজন প্রমুখ নেতৃবৃন্দ।