খুলনা | শনিবার | ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২

‘সব ভারতের নাটক, ওরা নিজেরাই কাশ্মীরে হামলা করিয়েছে’

খবর প্রতিবেদন |
০১:১৫ এ.এম | ২৬ এপ্রিল ২০২৫


কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নিহত হয়েছে। এ ঘটনায় মুখ খুলেছেন পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার নেতা সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসুরি। 
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি দাবি করেন, কাশ্মীরে হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। এটি ছিল ভারতীয় ষড়যন্ত্র। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি যুগান্তর। 
ভিডিওতে সাইফুল্লাহ খালিদকে বলতে শোনা যায়, ভারত নিজেই পাহেলগামে আক্রমণ চালিয়েছে এবং এর জন্য তারা দায়ী। এটি তাদের সাজানো নাটক। 
তিনি বলেন, এ হামলার অজুহাতে ভারতীয় মিডিয়া আমাকে দায়ী করেছে, পাকিস্তানকে অভিযুক্ত করা হয়েছে, এটি একটি দুঃখজনক বিষয়। 
এর আগে ভারতের গোয়েন্দা সূত্রের বরাতে দেশটির মিডিয়া দাবি করে, পাহেলগামে হওয়া সন্ত্রাসী হামলার মূলহোতা ছিলেন সাইফুল্লাহ খালিদ। তাদের মতে, তার নির্দেশেই উপত্যকায় নির্বিচারে গুলি চালায়। এরপরই ভিডিওবার্তায় হামলা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন সাইফুল্লাহ খালিদ। এ হামলায় তার কোনো ভূমিকাই ছিল না বলে জানান। 
এদিকে ভারত জুড়ে মিথ্যা মুসলিম বিদ্বেষ সৃষ্টি করতেই বিজেপি কাশ্মীরে সন্ত্রাসী হামলা করিয়েছে বলে দাবি করেছেন খোদ দেশটির নাগরিকরা। অনেকেই বলছেন, অমিত শাহ-অজিত দোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে বলে তারা বিশ্বাস করেন না।
এছাড়া কাশ্মীরে ভয়াবহ এ হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ফাঁস হয়েছে। হামলায় নিহত নৌ কর্মকর্তার একটি ছবি ও ভিডিও নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এক দম্পতির পুরোনো  ছবি ভারতীয় গণমাধ্যমে ওই নৌ কর্মকর্তার ছবি বলে প্রচার করা হয়।