খুলনা | শুক্রবার | ০২ মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গায় টানা ৬ দিন ধরে তাপপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক |
০৩:৪৯ পি.এম | ২৬ এপ্রিল ২০২৫


চুয়াডাঙ্গায় টানা কয়েকদিন ধরে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। তীব্র গরমে নাকাল হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। তাপপ্রবাহের প্রভাব পড়ছে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের ওপরও।

টানা ৬ দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ।

আজ শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিনও একই অবস্থা বিরাজ করতে পারে।’

গত ২১ এপ্রিল থেকে তাপমাত্রার পারদ বাড়তে থাকে জেলায়। ২১ এপ্রিল ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি, ২২ এপ্রিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি, ২৩ এপ্রিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি,  ২৪ এপ্রিল যংক ৩৭ দশমিক ২ ডিগ্রি এবং শুক্রবার ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

প্রচণ্ড রোদ ও দাবদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। জীবিকার তাগিদে রোদ উপেক্ষা করে তাদের রাস্তায় নামতে বাধ্য হতে হচ্ছে।

এই অস্বাভাবিক আবহাওয়ায় শুধু নিম্নবিত্ত নয়, সাধারণ মানুষের দুর্ভোগও চরমে পৌঁছেছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। হাসপাতালগুলোতে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ঘামজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলেও জানা গেছে।