খুলনা | সোমবার | ২৮ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২

যশোরে বাইসাইকেল চালকের কিল-ঘুষিতে রিকশাচালকের পাঁচটি দাঁত ভেঙে গেল

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩৯ এ.এম | ২৭ এপ্রিল ২০২৫


যশোরে বাইসাইকেল চালকের কিল-ঘুষিতে নয়ন চৌধুরী (৪২) নামে এক রিকশাচালকের মুখের পাঁচটি দাঁত ভেঙে গেছে। শনিবার বিকেল ৪টার দিকে যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নয়ন চৌধুরী শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার বাসিন্দা। তিনি জানান, ঘটনার সময় তিনি রিকশা চালিয়ে যাচ্ছিলেন। পথে শহরতলীর বিরামপুর এলাকার বাসিন্দা নুর আলম (৩৫) তার বাইসাইকেল নিয়ে রিকশার সঙ্গে ধাক্কা খান। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুর আলম ক্ষিপ্ত হয়ে নয়ন চৌধুরীর মুখে এলোপাতাড়ি কিল ঘুষি মারেন। এতে নয়নের সামনের পাঁচটি দাঁত ভেঙে পড়ে যায়।
পরে নয়ন চৌধুরী ভাঙা দাঁত হাতে নিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মলি¬ক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। 
ডাঃ বিচিত্র মলি­¬ক জানান, নয়ন চৌধুরীর মুখের দাঁতগুলো আগে থেকেই দুর্বল ছিল, ফলে আঘাতের পর তা ভেঙে পড়ে। তবে তিনি হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসা শেষে চলে যান। ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে তাকে পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।