খুলনা | রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২

নিপীড়িত বিশ্ব মুসলিমের পক্ষে সংহতি

প্রেসক্লাব এলাকায় অর্ধলাখ মানুষের জমায়েত

খবর প্রতিবেদন |
০১:৪২ এ.এম | ২৭ এপ্রিল ২০২৫


ফিলিস্তিন, ভারত, রোহিঙ্গা মুসলিমসহ বিশ্বের নিপীড়িত মুসলমানদের পক্ষে সংহতি জানাতে শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় প্রায় অর্ধলাখ মানুষের জমায়েত হয়। এতে ভোর থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত প্রেসক্লাবের আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 
আয়োজক সংগঠন আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংহতি সমাবেশের জন্য অনুমতি পেলেও, ভোর থেকেই মানুষ জমায়েত হতে শুরু করে। 
ডিএমপির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, সংহতি সমাবেশে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার মানুষ অংশ নেন। এতে বেলা সোয়া ১১টা পর্যন্ত প্রেসক্লাবের আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ ছিল।
সমাবেশ থেকে আয়োজকরা ৬টি দাবি উত্থাপন করেন- জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে; ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের যত কাঠামোগত ক্ষতি হয়েছে সকল কিছুর আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে; ফিলিস্তিনে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপে ইতোমধ্যে যত হত্যা হয়েছে সকল হত্যাকাণ্ড ও হামলার তদন্ত পূর্বক বিচার নিশ্চিত করতে হবে; ইন্ডিয়ার লোকসভায় পাস হওয়া অসাংবিধানিক ও মুসলিম বিরোধী ওয়াকফ বিল লোকসভায় বাতিল ঘোষণা করতে হবে; ৫ আগস্ট থেকে এই পর্যন্ত মাজারে যত হামলা, অগ্নিসংযোগ হয়েছে সবগুলো ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং সকল রাজনৈতিক দলের সম্মিলিত সিদ্ধান্তে পতিত স্বৈরাচার আ’লীগের বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ওপর ইসরায়েলের চরম বর্বরতা ও নৃশংসতা আর সহ্য করা যায় না। ইসরায়েলের এ বর্বরতার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা। বক্তারা বলেন, যতদিন প্রাণ থাকবে, ফিলিস্তিনের নিপীড়িত মুসলিমদের পক্ষে কথা বলা আমরা বন্ধ করবো না।
বক্তারা জানান, বাংলাদেশের মুসলিম নাগরিক হিসেবে ভারতীয় সংখ্যালঘু মুসলমানদের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব, এবং ভবিষ্যতেও এ দায়িত্ব পালনে পিছপা হবেন না।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংহতি সমাবেশ শেষ হয়। আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের সভাপতি ও মুসুরি খোলা দরবার শরীফের পীর শাহ্ হাসানুজ্জামান সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন ইসলামী বক্তা এনায়েতুল¬াহ আব্বাসী, এনসিপির যুগ্ম-আহ্বায়ক হাসান আরিফ, আয়োজক কমিটির উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, আনম মাসউদ হোসাইন আল কাদেরী, অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সৈয়দ মুহাম্মদ হাসান আল আযহারী প্রমুখ।