খুলনা | শুক্রবার | ০২ মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের সাক্ষ্য গ্রহণ

খবর প্রতিবেদন |
০৩:৩৬ পি.এম | ২৭ এপ্রিল ২০২৫


মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তারা হলেন- আছিয়ার মা, অভিযুক্ত হিটু শেখের প্রতিবেশী জলি খাতুন এবং অসুস্থ আছিয়াকে হাসপাতালে নেওয়া ভ্যানচালক রুবেল।

রোববার (২৭ এপ্রিল) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত হিটু শেখ ইতঃপূর্বে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও আজ আদালতে তিনিসহ সকল আসামি নিজেদের নির্দোষ দাবি করায় লিগাল এইডের মাধ্যমে তাদের পক্ষে সোহেল আহমেদকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। তবে নিরাপত্তার কারণে তিনি আদালতে কোনো যুক্তি-তর্কে অংশ নেননি।

শিশু আছিয়ার পক্ষে মামলায় অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মনিরুল ইসলাম মুকুল। তাকে সহযোগিতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গঠিত পাঁচ আইনজীবী প্যানেলের সদস্যরা।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি। এর আগে মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় সে। সারা দেশে শিশু নির্যাতনের প্রতিবাদে স্কুল-কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। স্থানীয় আইনজীবীরাও এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবির পাশাপাশি আসামিপক্ষকে কোনো প্রকার আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেন।