খুলনা | সোমবার | ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২

বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহিত ১, আহত ১০

বটিয়াঘাটা প্রতিনিধি |
১২:৩৮ এ.এম | ২৮ এপ্রিল ২০২৫


বটিয়াঘাটা উপজেলার চালনা টু খুলনা রোডের খড়িয়ার গেট নামক স্থানে রোববার ভোর ৫টার দিকে ট্রাক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত গোবিন্দ রায় সুরখালি ইউনিয়নের বুনরাবাদ গ্রামের খগেন্দ্র নাথের পুত্র। আহত ১০ জনের মধ্যে অভিজিৎ নামে ১ জনের অবস্থা খুবই  আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৯ জন বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তাদের অবস্থা শঙ্কামুক্ত। জানা যায় অভিজিৎ মন্ডলের বাড়ি ডুমুরিয়া উপজেলার কাঁঠালিয়া গ্রামে। তিনি বয়ারভাঙ্গা মামার বাড়ি এসে ধান কাটার উদ্দেশ্যে সকালে বের হয়েছিলেন। এক সপ্তাহের ব্যবধানে বটিয়াঘাটায় এমন দুর্ঘটনা বার বার হওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে মহাসিন নামে একজন মোটরসাইকেল চালককে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়।