খুলনা | সোমবার | ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২

দ্রুত মেরামতের উদ্যোগ নেয়ায় জনমনে স্বস্তি

কালিগঞ্জের পোর্ট বসন্তপুরে ভেড়িবাঁধে আকস্মিক ধস

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৪২ এ.এম | ২৮ এপ্রিল ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জের পোর্ট বসন্তপুর এলাকায় রিভার ড্রাইভ ইকো পার্ক সংলগ্ন ভেড়িবাঁধে আকস্মিক ধস নেমেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসী ভাঙন দেখতে পেয়ে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে অবগত করেন।
মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসীর মাধ্যমে রিভার ড্রাইভ ইকোপার্ক সংলগ্ন ভেড়িবাঁধে পিচের রাস্তায় একটা অংশ ধ্বসে যাওয়ার বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দকে ঘটনাস্থল পরিদর্শনে যাই। রাতে বড় জোয়ারে ইছামতীর এ বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হতে পারে এ আশঙ্কায় দ্রুত এস্কেভেটর মেশিন ও শ্রমিক নিয়োগ দিয়ে ক্ষতিগ্রস্ত স্থান মেরামতে উদ্যোগ নেয়া হয়। সন্ধ্যা পর্যন্ত বিরতিহীন ভাবে কাজ করে বাঁধ মেরামত করা হয়েছে। ভারত সীমান্তের এ বড় নদীর বাঁধ দ্রুত  মেরামত হওয়ায় এলাকাবাসীর আতঙ্ক দূর হয়েছে বলে জানান তিনি।