খুলনা | সোমবার | ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২

খুলনা রেল স্টেশনের এক কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক সুযোগে চাপ প্রয়োগ ও হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০২:১২ এ.এম | ২৮ এপ্রিল ২০২৫


খুলনা রেল স্টেশনের কর্মকর্তা মোঃ আল আমিন হোসেনের বিরুদ্ধে অন্য সহকর্মীদের নানা ভাবে হয়রানি ও অনৈতিক চাপ প্রয়োগের অভিযোগের সত্যতা মিলেছে। অভিযোগকারী পাঁচজন কর্মকর্তা তবুও রয়েছেন শঙ্কায়।
রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল, স্টেশনে চাকুরি করার সুবাদে রেল ষ্টেশন খুলনার এএসএম মোঃ আল আমিন হোসেন নিয়মিত বিরক্ত ও নানাবিধ সমস্যার সম্মুখীন হন তারা।
অভিযোগের মধ্যে রয়েছে ১. টিসিক্যাশ প্রতিদিন কেন জমা দিতে হবে, ২. প্লাটফরমে টিকিট চেকিং কাজে বাদা প্রদান এবং অফিসে তার কথা মত চলার জন্য চাপ প্রয়োগ, ৩. কত টাকা দিয়ে চাকুরি হয়েছে এবং কি যোগ্যতা আছে যে চাকুরি হয়েছে।  
অভিযোগে আরও বলা হয় রেল স্টেশন খুলনার এএসএম মোঃ আল আমিন হোসেন চাকুরিকালীন সময়ে অনৈতিকভাবে চাপ প্রয়োগ এবং বিভিন্ন ভাবে অবৈধ দাবি করেন। শুধু তাই নয়, প্রতিদিন নির্দিষ্ট পরিমান উৎকোচ দাবি করেন। 
কোথা থেকে তাকে টাকা দিব? এমন প্রশ্ন করলে তিনি বলেন, প্রতিদিন ইএফটিতে ক্যাশ করার প্রয়োজন নেই কিছু ক্যাশ হাতে রেখে তাকে দিতে বলেন বলে অভিযোগকারীরা তাদের অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগকারী ভুক্তভোগীরা হলেন অসিত মজুমদার (টিসি গ্রেড-২), মোঃ আব্দুল্লাহ কবেনা (টিসি গ্রেড-২), মিঠুন কুমার ঘোষ (টিসি গ্রেড-২), সাইফুল ইসলাম (টিসি গ্রেড-২), পল্লব কবিরাজ (টিসি গ্রেড-২)।
বিষয়টির সুষ্ঠু সমাধান ও রেল স্টেশন খুলনার এএসএম মোঃ আল আমিন হোসেনের অনৈতিক দাবির তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ভুক্তভোগীরা রেল বিভাগের বিভিন্ন দপ্তরে অভিযোগের অনুলিপি কপি প্রেরণ করেছেন।