খুলনা | মঙ্গলবার | ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২

ফুলতলায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

ফুলতলা প্রতিনিধি |
১২:৪৫ এ.এম | ২৯ এপ্রিল ২০২৫


থানা পুলিশ রোববার দিবাগত রাতে ফুলতলার মুক্তেশ্বরী পাকার মাথা এলাকায় থেকে বোমার সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে। থানার এস আই শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি রাত দেড়টার দিকে ঘাট মালিক সমিতি ফুলতলা শাখার সাধারণ সম্পাদক সনজিত বসুর বাড়ির পাশে ইটের গাদা থেকে পরিত্যাক্ত অবস্থায় কালো টেপ পেচানো বোমার সাদৃশ্য বস্তু উদ্ধার করেন।  এ ঘটনায় থানায় জিডি এন্ট্রি হয়েছে। 
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলতলা উপজেলার সাধারণ সম্পাদক সনজিত বসু অভিযোগ করে বলেন, রাত একটার দিকে তিনি বাড়ির বাইরে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। দূর থেকে অজ্ঞাত তিন যুবকের মধ্য থেকে বোমার সাদৃশ্য বস্তুটি তাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট এবং বিস্ফোরিত হয়নি। তাৎক্ষণিক ভাবে বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করেন।