খুলনা | মঙ্গলবার | ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে বেপরোয়া মারপিট

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৪৬ এ.এম | ২৯ এপ্রিল ২০২৫


ডুমুরিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছে সৎ শাশুড়ি, ননদ ও শ্বশুর। আহত গৃহবধূকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার শরাফপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতের পরিবার সূত্রে জানা গেছে  উপজেলার শরাফপুর এলাকার বহু বিয়ের নায়ক বক্কার বিশ্বাসের ছেলে জাকির হোসেনের সাথে মেছাঘোনা এলাকার মৃত মনিরুল শেখের কন্যা ফারজানা খাতুনের বিয়ে হয়। বিয়ের ৪ বছর হলো দাম্পত্য জীবনে সুখী আছে ফারজানা। তাদের সংসারে রুহান বিশ্বাস নামে ২ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। কিš‘ সুখ মেনে নিতে পারছে না সৎ শাশুড়ি, ননদ ও শশুর। প্রায় সময় বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদ লেগেই আছে। তারই জের ধরে বেলা ১১টার দিকে তুচ্ছ ঘটনায় শ্বশুর আবু বক্কার, সৎ শাশুড়ি শাহানারা বেগম ও ননদ  আঞ্জুয়ারা বেগম উত্তেজিত হয়ে বেপরোয়া মারপিট করে। এতে অন্তঃসত্ত¡া গৃহবধূ ফারজানা গুরুতর আহত হয়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় আইনের আশ্রয় গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওই গৃহবধূর স্বামী।