খুলনা | বুধবার | ৩০ এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২

গ্রেফতারের প্রতিবাদ ও ওসিকে অপসারণের দাবিতে

খানজাহান আলী থানা বিএনপি’র উদ্যোগে আজ থানা ঘেরাও

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:১৩ এ.এম | ৩০ এপ্রিল ২০২৫


দলীয় নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশী রেড, হয়রানী এবং স্থানীয় যুবদল নেতা মামুন ভূঁইয়া পাপনকে গ্রেফতারের প্রতিবাদ ও বিতর্কিত ওসি মোঃ কবির হোসেনকে খানজাহান আলী থানা থেকে অপসারণের দাবিতে আজ বুধবার বিকেল ৩টায় খানজাহান আলী থানা ঘেরাও কর্মসূচি পালন করবে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 
এর আগে শিরোমনি শহীদ মিনারে বিক্ষোভ সভা করবে বিএনপি নেতা-কর্মীরা। থানা ঘেরাও কর্মসূচি ও মহান মে দিবস উপলক্ষে খুলনা মহানগর বিএনপি’র হাদিস পার্কে র‌্যালি সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
সভায় বক্তৃতা করেন থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন মিজান, বিএনপি নেতা মীর শওকত হোসেন হিট্টু, জাহাঙ্গীর হোসেন খোকা, ডাঃ রইচ উদ্দিন, এনামুল হাসান ডায়মন্ড, এমদাদুল হক, শাম্মি চৌধুরী মলি, শাহরিয়ার খান মাসুম, আল আমিন হাওলাদার, মেহেদী হাসান বাপ্পি, শহিদুল ইসলাম, মোঃ জাহিদ প্রমুখ।