খুলনা | বুধবার | ৩০ এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২

যশোরে ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি : ক্ষতিপূরণ দাবিতে কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৫ এ.এম | ৩০ এপ্রিল ২০২৫


ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবিতে যশোরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এক প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করে।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে চৌগাছা উপজেলার ১২টি ডিপ টিউবওয়েলের আওতাধীন জমিসহ বাইরের বহু জমিতে ঝড় ও শিলাবৃষ্টির কারণে ধান, ফল এবং অন্যান্য ফসলের মারাত্মক ক্ষতি হয়। একই ভাবে সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশেমপুর ইউনিয়নের কৃষকরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। এই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কৃষকদের জন্য সরকারি সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক জিল­ুর রহমান ভিটু, সদর উপজেলার নেতা আব্দুস শুকুর, বাংলাদেশ কৃষক সমিতির জেলা নেতা এড. আমিনুর রহমান হিরু, ইঞ্জিনিয়ার আবু হাসান, বাংলাদেশ ক্ষেতমজুর কৃষক ফ্রন্টের নেতৃবৃন্দ রফিউদ্দিন, শাহজাহান আলী, হাচিনুর রহমান, আলাউদ্দিন, উজ্জ্বল বিশ্বাস এবং হুমায়ুন কবির সেতু প্রমুখ।
কৃষক নেতা জিল­ুর রহমান বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা না করলে তারা চরম আর্থিক সংকটে পড়বেন। আমরা দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাচ্ছি।