খুলনা | বুধবার | ৩০ এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২

ছাত্রদল পাইকগাছা উপজেলার ৩ কলেজ শাখায় কাউন্সিল অনুষ্ঠিত

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ৩০ এপ্রিল ২০২৫


জাতীয়তাবাদী ছাত্রদলের পাইকগাছা উপজেলার ৩ কলেজ শাখায় কাউন্সিল গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কপিলমুনি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এ সময় ভোটের মাধ্যমে কপিলমুনি কলেজের সভাপতি নির্বাচিত হন মোঃ হাবিবুল­াহ খান মাসুম ও সাধারণ সম্পাদক শাহরিয়ার নাফিস, পাইকগাছা সরকারি কলেজের সভাপতি জি এম রাশেদুজ্জামান ও সাধারণ সম্পাদক আসিফ সরদার, শহীদ আয়ুব ও মুসা ডিগ্রি কলেজের সভাপতি ছাব্বির রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।
কাউন্সিল অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। ছাত্রদলের কলেজ সভাপতি মোঃ জাহিদ হাসানের সভাপতিত্বে ও আল-আমিন গাজীর পরিচালনা অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাফি ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুর রহমান, শাহেদ হাসান, সাবেক খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, সহ-সভাপতি মাছুম বিল­াহ, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোঃ ফিরোজ মাহমুদ আদল, যুগ্ম-সম্পাদক হারুনার রশিদ সজিবসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ। 
অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথি খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু ও আমন্ত্রিত অতিথি কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপি’র ১নং যুগ্ম-সম্পাদক তহিদুজ্জামান মুকুল, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচ এম শফিউল ইসলাম সাংবাদিকেদের সাথে অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন।