খুলনা | বুধবার | ৩০ এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২

রূপসায় মোবাইলে জুয়া খেলার অপরাধে ৩ যুবককে কারাদণ্ড

রূপসা প্রতিনিধি |
১২:২৮ এ.এম | ৩০ এপ্রিল ২০২৫


মোবাইলে জুয়া খেলার অপরাধে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের ৩ যুবককে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড প্রদান করেছে। পুলিশ জানায় গতকাল মঙ্গলবার সকালে আনন্দনগর গ্রামের সাত্তার শেখের পুত্র  অহিদুল (২৪), দাউদ শেখের পুত্র ইউনুস (২৬) এবং ইকবাল শেখের পুত্র আমজাদ হোসেন নির্জন স্থানে বসে মোবাইলের মাধ্যমে জুয়া খেলছিল। এ সময় পুঁটিমারি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বাবলুর রহমান ৩ যুবককে আটক করেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী ৩ যুবককে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।