খুলনা | বৃহস্পতিবার | ০১ মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২

যুদ্ধ করার জন্য পাকিস্তানকে অস্ত্র দেইনি: এরদোগান

খবর প্রতিবেদন |
০১:৩১ পি.এম | ৩০ এপ্রিল ২০২৫


প্রভাবশালী মুসলিম রাষ্ট্র ও ন্যাটোর অন্যতম সদস্য তুরস্ক অতীতে পাকিস্তানকে বিভিন্ন ভাবে সামরিক সহায়তা করেছে।

তবে, ভারতের বিরুদ্ধে লড়ার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দেওয়ার ‘খবর’ অস্বীকার করেছে তুরস্ক।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর্দোয়ানের সরকার মঙ্গলবার জানিয়েছে, তাদের একটি বিমান কেবল জ্বালানি ভরার উদ্দেশ্যে পাকিস্তানের বিমানবন্দরে নেমেছিল।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, তুরস্কের হারকিউলিস-১৩০ পরিবহণ বিমান অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নিয়ে ২৭ এপ্রিল পাকিস্তানে গিয়েছিল।

কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তুরস্ক। তুরস্কের সরকারি এক্স পোস্টে লেখা হয়েছে, এমন দাবির কোনও সত্যতা নেই।

ইউরোপের প্রভাবশালী রাষ্ট্র তুরস্ক অতীতে পাকিস্তানকে বিভিন্ন ভাবে সামরিক সাহায্য করেছে। তাই ইস্তাম্বুলের দাবি, সত্যি কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ভরত।

তুরস্ক ‘এশিয়া নিউ ইনিশিয়েটিভ’-এর মঞ্চ গড়ে ভারতের প্রতিবেশী ইসলামি রাষ্ট্রগুলির সঙ্গে সেতু রচনা করে সম্পর্ক শক্তিশালী করেছে বলে অভিযোগ নয়াদিল্লির।

তারা যে অস্ত্র সরবরাহ করে পাকিস্তানকে, সেগুলির একাংশ সন্ত্রাসবাদের জন্যই বিশেষ ভাবে তৈরি করা বলে ভারতীয় সামরিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা।

প্রসঙ্গত, তুরস্ক সরকার পেহেলগামে সন্ত্রাসী হামলার পরই নয়াদিল্লি-ইসলামাবাদকে উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছেন এরদোগান।

প্রেসিডেন্ট এর্দোগান বলেছেন, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই তুরস্ক দ্রুত পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায়।