খুলনা | বৃহস্পতিবার | ০১ মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২

কাশ্মীরকাণ্ডে ইমরান হাশমি

সন্ত্রাসের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই, আমরা এসব শিখিনি

খবর বিনোদন |
০৩:০৬ পি.এম | ৩০ এপ্রিল ২০২৫


কাশ্মীরের পহেলগাঁওকাণ্ডের পর থেকেই ভারতজুড়ে হিন্দুত্ববাদীতের একমাত্র টার্গেটে পরিণত হয়েছে দেশটির মুসলিম সম্প্রদায়। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন রাজ্যে মুসলিমদের ঘরবাড়িতে হামলা, মারধরসহ বিভিন্ন ধরনের নিপীড়ন চালানো খবর পাওয়া গেছে।

এই হামলায় পাকিস্তানকে অভিযুক্ত করলেও কট্টর হিন্দুবাদীরা ভারতীয় মুসলমানকে টার্গেট করায় প্রশ্ন উঠছে সন্ত্রাসের সঙ্গে ইসলাম ধর্মের সম্পর্ক আছে কি নেই। চলমান এ আলোচনায় নিজের মতামত জানালেন বলিউডের মুসলিম অভিনেতা ইমরান হাশমি। তিনি বলেছেন, সন্ত্রাসের কোনো ধর্ম হয় না।

সম্প্রতি ইমরান হাশমির সিনেমা ‘গ্রাউন্ড জিরো’ মুক্তি পেয়েছে। এ সিনেমাও কাশ্মীরকে কেন্দ্র করে। সেই সিনেমার প্রচারসংক্রান্ত একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে ইমরান বলেন, পহেলগাঁওকাণ্ডের যথাযথ উত্তর দেবে ভারত সরকার- এ আশা তিনি রাখেন।

অভিনেতা বলেন, আমি আশা করছি, সরকার এর যথাযথ জবাব দেবে। অবশ্যই সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসের আদর্শ আদপেই বিকৃত। আমাদের ধর্ম এসব কখনো শেখায়নি।

পহেলগাঁওয়ে নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় সরকারের দিকে। সেই প্রসঙ্গে ইমরান হাশমি বলেন, আমাদের নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে নিশ্চয়ই ভালো বোঝে। কিন্তু সেখানেও প্রশ্ন উঠছে— পহেলগাঁওয়ে আরও কড়া নিরাপত্তা থাকা উচিত ছিল। এ জায়গাটা বিরাট। কত সেনা মোতায়েন করা যায়।

তিনি বলেন, পর্যটকদের আকর্ষণের জায়গা এটি। তবে ওরা খুব পরিকল্পনা করেই হামলা করেছে। তার কারণ, পর্যটকদের আকর্ষণের কেন্দ্রই ওদের নিশানায় ছিল। ওর আশপাশে তেমন কোনো রাস্তাও ছিল না।

উল্লেখ্য, পহেলগাঁওকাণ্ড নিয়ে বলিউডের বহু তারকাই মুখ খুলেছেন। অক্ষয় কুমার বলেছেন—পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো। মৃতদের পরিবারের জন্য প্রার্থনা করছি।

উরির হামলা নিয়ে সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেতা ভিকি কৌশল। এ ঘটনায় অভিনেতা বলেন, পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় যারা প্রিয়জনদের অমানবিকভাবে হারালেন, তাদের যন্ত্রণা কল্পনাও করতে পারছি না।