খুলনা | বৃহস্পতিবার | ০১ মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২

কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সাবেক এমপির সহযোগী গ্রেফতার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি |
০৫:৪৭ পি.এম | ৩০ এপ্রিল ২০২৫


নড়াইলের কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি কবিরুল হক মুক্তির ঘনিষ্ঠ সহযোগী সবুজ মোল্যাকে আটক করা হয়েছে । উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দাড়িয়াঘাটার নিজ বাড়ি থেকে মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে তাকে যৌথ বাহিনী আটক করে। সে ওই গ্রামের ফসিয়ার মোল্যার ছেলে।  তার আটকে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, ১৩টি মামলার এজহারভুক্ত আসামি সবুজ মোল্যাকে আটকের পর উপজেলার চাচুড়ি বাজার সংলগ্ন দাড়িয়াঘাটা ও পুরুলিয়ায় সবুজ মোল্যার বাড়ি এবং দোকানে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র (রামদা), ১০টি বল্লম, হকিস্টিক, একাধিক  হেলমেট, বিপুল পরিমাণ রাজনৈতিক ক্যাপসহ মুজিব টি-শার্ট উদ্ধার করা হয়। সবুজ মোল্যা ও উদ্ধারকৃত আলামত নড়াইল ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।

গত ২০২৪ সালের ৫ আগস্ট কথিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর সবুজ মোল্যা রাতারাতি পরিচয় পাল্টে বিএনপির নেতা হিসেবে আবির্ভূত হয়। পরবর্তীতে অব্যাহতভাবে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে একাধিক অভিযোগ রয়েছে।