খুলনা | বৃহস্পতিবার | ০১ মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২

এলাকার ভোটার না, বাগেরহাটে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হলেন নেতার স্ত্রী!

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০২:০৭ এ.এম | ০১ মে ২০২৫


বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের বাসিন্দা লামিয়া আক্তারকে বহরবুনিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নির্বাচিত করায় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছে। সুষ্ঠ তদন্তপূর্বক পদ বাতিল করে নতুন ভাবে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। এ ঘটনায় বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক আকরাম হোসেন তালিমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ নুরুজ্জামান মলি­ক নামের এক বিএনপি নেতা।
অভিযোগ সূত্রে জানা যায়, বহরবুনিয়া ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে মোঃ নুরুজ্জামান মলি­ক ও মোঃ নাজমুন নাছিম রাখি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। কিন্তু যাচাই-বাছাইয়ে মোঃ নাজমুন নাছিম রাখিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে রাখি তার স্ত্রী লামিয়া আক্তারকে প্রার্থী ঘোষণা করেন। ৮ এপ্রিল অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে লামিয়া আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনের আগে স্বল্প সময়ে জানতে না পারলেও পরবর্তীতে জানা যায়, লামিয়া আক্তার বহরবুনিয়া ইউনিয়নের ভোটার নন। ওই ইউনিয়ন বিএনপিতে তার সাধারণ সদস্য পদও নেই। তিনি পার্শ্ববর্তী হোগলাবুনিয়া ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের বাসিন্দা। বিষয়টি জানার পরে তৃণমূলের কর্মীদের মাঝে ক্ষোভ অসন্তোষের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী বিএনপি নেতা মোঃ নুরুজ্জামান মলি­ক বলেন, লামিয়া আক্তার ও তার বাবার পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তার আপন চাচা আওয়ামী লীগ নেতা মোঃ আকরাম হোসেন ডেভিলহান্ট অপরেশনে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। নির্বাচিত হওয়ার পর থেকে লামিয়ার স্বামী মোঃ নাজমুন নাছিম রাখি আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে এলাকায় ঘের দখলসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে। লামিয়া বহরবুনিয়া এলাকার ভোটার না এটা জানার পরে তৃণমূলের কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় দলীয় স্বার্থে আমরা লামিয়া আক্তারের পদ বাতিলের দাবি জানাচ্ছি। সেই সাথে নেতা-কর্মীদের চাওয়া অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে নিজেকে বিজয়ী ঘোষণার দাবি জানান মোঃ নুরুজ্জামান মলি­ক। 
অন্য ইউনিয়নের নাগরকিত্ব বিষয়ে জানতে চাইলে বহরবুনিয়া ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক লামিয়া আক্তার বলেন, আমি বহরবুনিয়া ইউনিয়নের ভোটার। তারা কেন আমার বিরুদ্ধে এই অপপ্রচার করছেন জানি না। 
বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন, বহরবুনিয়া ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদককে নিয়ে অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়টি খুলনা বিভাগ ও জেলাগুলোর সম্মেলনের দায়িত্বে থাকা দলের কেন্দ্রীয় নেতা আমান উল­াহ আমান ভাইও জানেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক লামিয়া আক্তারের ভোটার এলাকার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই নেতা।