খুলনা | বৃহস্পতিবার | ০১ মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২

দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে জয়ন্ত

অনির্বাচিত সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না

খবর বিজ্ঞপ্তি |
০২:২১ এ.এম | ০১ মে ২০২৫


বিএনপি’র বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, গণতন্ত্র ক্ষুধার্থ ১২ কোটি ভোটার উন্মুখ হয়ে আছেন নির্বাচনের। প্রায় দেড় যুগ ভোটাধিকার বঞ্চিত দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা বিএনপি নেতা-কর্মীদের দায়িত্ব। যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে, তখন বিএনপি গণতন্ত্রের একমাত্র শক্তি হিসেবে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে নির্মোহ ভাবেই। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা/পৌরসভা সর্বোপরি জেলা বিএনপি’র শীর্ষ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ার প্রক্রিয়া চলছে। ঠিক একই ভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতা-কর্মীদের রাজপথের লড়াই চলমান রাখতে হবে।
গতকাল বুধবার  বিকেলে উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এদেশের মানুষ চরম দুঃশাসনের শিকার হয়েছে। অবৈধ হাসিনা সরকার লুটপাট করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। জনগণের ভোটাধিকার হরণ করেছেন। গুম-খুন করেছে। কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত হরণ করেছে। যারই ফলশ্র“তিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হয়েছে। 
বিএনপি নেতা-কর্মী-সমর্থকদের দায়িত্ব উলে¬খ করে বিএনপি’র কেন্দ্রীয় নেতা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দেশবাসীর শ্রদ্ধা যাতে ক্ষুন্ন না হয়, জনগণের চাহিদা মতো একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়-সে জন্যই অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচিত দেশপ্রেমিক সরকার না থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে না। নির্বাচিত সরকার না থাকলে বিদেশী বিনিয়োগ আসে না। উন্নয়নমূলক কর্মকান্ড হয় না। কারণ অনির্বাচিত সরকারের জনগনের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। সে কারণেই অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষনার আহবান জানিয়েছেন তিনি।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতা মন্টু বলেন, দেশের মানুষ কিন্তু এখনো নিরাপদ নয়। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বারবার আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আধিপত্য দেশের লোলুপ দৃষ্টি আমাদের দেশের উপর রয়েছে। আমাদের শান্তিপূর্ণ দেশকে অস্থিতিশীলতার সৃষ্টির পায়চারী করছে। মনে রাখতে হবে; বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে, তবে প্রভু নেই। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমার ঐক্যবদ্ধ থাকলে বিএনপি নেতা-কর্মীদের আশেপাশেও প্রতিদ্ব›িদ্বতায় কেউ আসতে পারবে না। সকল মতভেদ ভুলে সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের ইস্পাত কঠিন ঐক্যের আহŸান জানিয়েছেন তিনি।
সম্মেলন উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু। দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাঃ শেখ হাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য শরীফ ইকবাল হোসেন, আশরাফুল ইসলাম নূর, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক।
দ্বিতীয় পর্বে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটার কাউন্সিলর গোপন ব্যালেটের মাধ্যমে দু’টি শীর্ষ নেতৃত্ব নির্বাচন করেন। মাত্র এক ভোটের ব্যবধানে ২২০ ভোট পেয়ে জাসেদ কবির জুয়েল সভাপতি নির্বাচিত হয়েছে। অন্যদিকে, আব্দুল্ল¬াহ আল মামুন নিপু ২৯৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।