খুলনা | সোমবার | ০৫ মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে শঙ্কা: যা জানালো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক |
০৩:০৩ পি.এম | ০৩ মে ২০২৫


চলতি বছরই বাংলাদেশ সফরে আসার কথা ভারত ক্রিকেট দলের। আগামী আগস্টে টাইগারদের বিপক্ষে সাদা বলের সিরিজ নির্ধারিত আগে থেকেই। লাল-সবুজের দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তবে ভারতের গণমাধ্যম গতকাল দাবি করে, আসন্ন এ সফরে নাও যেতে পারে ভারত।

ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও বাংলাদেশের সঙ্গে ভারতের শীতল সম্পর্কের মাঝে আসন্ন এ সিরিজ স্থগিত করতে পারে বিসিসিআই, এমটাই জানিয়েছিল ভারতের গণমাধ্যম। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে, এ সিরিজ আয়োজন নিয়ে শঙ্কার কিছু নেই।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, 'বিসিসিআই এবং বিসিবির মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমি নিশ্চিত যে সিরিজটি পরিকল্পনা অনুসারে আগের সূচিতেই অনুষ্ঠিত হবে।'

গতকাল সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘সূচি অনুযায়ী ভারতীয় দল বাংলাদেশে খেলতে আসবে, তবে বর্তমান পরিস্থিতিতে এই সফর হওয়া প্রায় অসম্ভব। সরকারিভাবে কিছু জানানো না হলেও ক্রিকেট বোর্ডের ভেতরে আলোচনা চলছে সফর বাতিলের ব্যাপারে।’

এদিকে কাশ্মীরে হামলা হওয়ার পর থেকেই দুই প্রতিবেশি দেশ ভারত-পাকিস্তানের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুই যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পরতে পারে এমনটাও ভাবছেন অনেকেই। এদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের মাঝেও লম্বা সময় ধরেই বিরাজ করছে শীতলতা। এমন অবস্থায় ক্রিকেটের সূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুধু তাই নয়, চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ নিয়েও শুরু হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। আসন্ন এ টুর্নামেন্টের ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। নিরপেক্ষ কোনো ভেন্যুতে এবারের আসর আয়োজন করা হতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে ভারত-পাকিস্তান বৈরিতার জেরে শেষ পর্যন্ত কি হবে তা নিয়ে আছে সংশয়।