খুলনা | রবিবার | ০৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২

আগুনে পুড়ে জনপ্রিয় গায়িকার মৃত্যু

খবর বিনোদন |
০৪:৫১ পি.এম | ০৩ মে ২০২৫


থেমে গেল জনপ্রিয় মার্কিন গায়িকা জিল সোবুলের জীবন প্রদীপ। তবে স্বাভাবিক মৃত্যু হয়নি গায়িকার। নিজ বাড়িতে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে জনপ্রিয় এ গায়িকার মৃত্যুর সংবাদ।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের মিনেসোটার নিজ বাড়িতে আগুনে পুড়ে মৃত্যু হয় গায়িকার। খবরটি নিশ্চিত করে সোবুলের ম্যানেজার জন পোর্টার বলেন, তিনি ছিলেন এক উচ্ছল প্রাণশক্তি এবং মানবাধিকারকর্মী, যার সংগীত আমাদের সংস্কৃতিতে মিশে গেছে। আজ আমি একজন বন্ধু ও সহযোগী হারালাম। আশা করি তার সংগীত, স্মৃতি ও উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

পুড়ে যাওয়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সোবুলের মরদেহ। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে মিনিয়াপোলিস শহরতলি উডবারি পুলিশের পক্ষ থেকে।

দাপুটে সংগীতশিল্পী ছিলেন সোবুল। একাধিকবার বিলবোর্ডে রাজত্ব করেছেন। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার বিখ্যাত গানগুলোর একটি ‘সুপারমডেল’।