খুলনা | মঙ্গলবার | ০৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২

গফ্ফার বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র শিবলীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৯ এ.এম | ০৪ মে ২০২৫


খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র শিবলী বিশ্বাস (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। শনিবার ভোর সাড়ে ৬টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 
শিবলী বিশ্বাস খুলনা মোটর বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি ও কেডিএ নিউমার্কেট দোকান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাবেক বিরোধী দলীয় হুইপ ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা মরহুম মশিউর রহমানের জামাতা। তার মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে মরহুমের নূরনগর বিশ্বাস বাড়িতে আত্মীয়, শুভাকাক্সিক্ষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ভিড় জমায়।
শনিবার বাদ আসর নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের পিতা আব্দুল গফ্ফার বিশ্বাস, সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, মরহুমের শ্যালক ও সাবেক হুইপ মশিউর রহমানের ছেলে ঝিনাইদহ জেলা বিএনপি নেতা ইব্রাহিম রহমান বাবু, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, জাপা নেতা তোবারক হোসেন তপু, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সাবেক ছাত্র নেতা শেখ মনিরুজ্জামান এলু, খুলনা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল­া মজিবর রহমান, কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান গোরাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
শোক : মোহাম্মাদ শিবলী বিশ^াসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন সংগঠন।
বিবৃতিদাতরা হলেন কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান গোরা, সহ-সভাপতি মির্জা ফেরদৌস আলম শমরেশ সাহা, শ্যামা প্রসাদ কর্মকার আমিরুল ইসলাম অলিফ, সিরাজুল হক, মোল­া মজিবর রহমান প্রমূখ। 
অনুরূপ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, খুলনা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল­া মজিবর রহমান, সহ-সভাপতি হাসান মোড়ল, মজুমদার গিয়াস উদ্দিন জিয়া, আন্তঃজেলা বাস মিনি বাস মালিক সমতিরি সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু, আব্দুল কাদের, আনোয়ার হোসেন প্রমুখ।
আরও বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনা বাসীর সভাপতি ডাঃ মোঃ  নাসির উদ্দিন, সহ-সভাপতি মাজেদা খাতুন ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আব্দুস সালাম মোঃ জামাল মোড়ল, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, শেখ হেদায়েত হোসেন হেদু, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ কামরুল ইসলাম কামু, মোঃ আঃ হামিদুল হক নিয়াজ আহমেদ তুহিন, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, কাওসারী জাহান মঞ্জু মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ খায়রুল আলম, মোঃ ইকবাল হোসেন তোকা, আ মান্নান মুন্নাফ, মোঃ সবুজুল ইসলাম সবুজ, আরিফা আশরাফী চুমকি, মোঃ জয়নাল আবেদীন,ডাঃ মাহফিজুর রহমান বাচ্চু, মোঃ জাভেদ আক্তার, মোঃ তারেক রহমান, মোঃ মনিরুজ্জামন মিলন, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ, মোঃ মাসুদুর রহমান মোঃ রেজওয়ান, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন, খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ আহমেদ, সাদ্দাম হোসেন জুয়েল, মোঃ মোশাররফ হোসেন, মোঃ রাকিবুল হাসান, খান মোঃ জাকির হোসেন, মোঃ তামান্না, মোঃ জাহিদুর রহমান অসীম, শাহের আহমেদ বিটু, মোঃ বাবর আলী, মোঃ নুরু, সাইফুল বকসি, মোঃ মামুন, হুমায়ুন কবির আলী, মোঃ নুর আলম, মোঃ স¤্রাট, মোঃ আল আমিন, মোঃ আক্তার হোসেন, মোঃ রাকিবুল হাসান, হাবিব মোল­া, মোঃ মামুন, মোঃ রুমী, নজরুল ইসলাম বাবু, মোঃ আলী  প্রমুখ।