খুলনা | রবিবার | ০৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২

বোর্ড কর্তৃপক্ষের পুনঃবিবেচনায় স্বস্তি ফিরেছে

মাত্র ৭৭ জন পরীক্ষার্থী নিয়ে এইচএসসি কেন্দ্র ভেন্যু কেন্দ্র প্রত্যাহারে সংকটে কপিলমুনি কলেজ

পারভেজ মোহাম্মদ |
০১:৪৭ এ.এম | ০৪ মে ২০২৫


একটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৭৭ জন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা কমিটির ভেন্যু কেন্দ্র প্রত্যাহারের এক সিদ্ধান্তের পর এমন সংকটের মুখোমুখি হয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কপিলমুনি কলেজ (কপিলমুনি-২১৭) কেন্দ্র। তবে ভেন্যু কেন্দ্র প্রত্যাহার করার পর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র পরিবর্তনের ঘোষণার পর স্বস্তি ফিরেছে  কেন্দ্র সংশ্লিষ্ট কর্তাব্যক্তি ও স্থানীয়দের মাঝে। 
সংশ্লিষ্ট সূত্র মতে, গত ২৩ এপ্রিল পরীক্ষা কমিটির ১৫৬ তম সভায় ৪৫টি ভেন্যু কেন্দ্র প্রত্যাহারের সর্বসম্মতি সিদ্ধান্ত হয়। একই কেন্দ্রের অধীন নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ভেন্যু  কেন্দ্র থাকায় সকল ভেন্যু কেন্দ্র সম্পর্কে বিস্তারিত আলোচনান্তে  অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেয় পরীক্ষা কমিটি। এই সিদ্ধান্তের আলোকে পাইকগাছা উপজেলার আর কে বিকে হরিশচন্দ্র কলেজিয়েট স্কুল (রাঙুলী ৩৮৪) কেন্দ্র  পরিবর্তন করে পাইকগাছা সরকারি কলেজ (পাইকগাছা ২১৬) কেন্দ্রে স্থানান্তর করা হয়। একই আদেশে কপিলমুনি কলেজ (কপিলমুনি ২১৭) কেন্দ্র পরিবর্তন করে ফসিয়ার রহমান মহিলা কলেজ (পাইকগাছা ২১৬) কেন্দ্রে স্থানান্তর করা হয়। যশোর বোর্ডের পরীক্ষা কমিটির ১৫৬তম সভায় এই সিদ্ধান্তে পরীক্ষার্থী সংকটে পড়ে কপিলমুনি কলেজ কেন্দ্র। 
অফিস সূত্রে জানা গেছে, ভেন্যু পরিবর্তনের এই আদেশের ভিত্তিতে কপিলমুনি কলেজের পরীক্ষার্থী ৩৮০ জন এবং পাইকগাছা সরকারি কলেজের পরীক্ষার্থী ২৭০ জন মোট ৬৫০ জন পরীক্ষার্থী ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। একইভাবে ফসিয়ার রহমান মহিলা কলেজের পরীক্ষার্থী ১২০ জন, আর কে বিকে হরিশচন্দ্র ইনস্টিটিউটের পরীক্ষার্থী ৩৬৪ জন এবং  ল²ীখোলা কলেজিয়েটের পরীক্ষার্থী নিয়ে মোট ৬৮৪ জন পরীক্ষার্থী পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে অংশ নেবে। এক্ষেত্রে কপিলমুনি কলেজ কেন্দ্রে হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজের পরীক্ষার্থী ৬৯ জন এবং কপিলমুনির সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী ৮ জন মোট ৭৭ জন পরীক্ষার্থী কপিলমুনি কলেজ কেন্দ্রে অংশ নেবে। ফলে পরীক্ষার্থী সংকটে কেন্দ্র টিকিয়ে রাখা ও কেন্দ্র পরিচালনা অনেকটা অসম্ভব বলে মনে করেন কেন্দ্র সংশ্লিষ্টরা। এদিকে গত ২৭ এপ্রিল পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন স্বাক্ষরিত পত্রে ১৩টি কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তে কপিলমুনি কলেজ কেন্দ্র পরীক্ষার্থী সংকটসহ অনাকাক্সিক্ষত ঘটনা হ্রাস  পাবে বলে মনে করেন পরীক্ষা কাজে নিয়োজিত সংশ্লিষ্টরা। 
জানা গেছে, কেন্দ্র পরিবর্তনের এই সিদ্ধান্তের ফলে কপিলমুনি কলেজ কেন্দ্রে ফসিয়ার রহমান মহিলা কলেজ, পাইকগাছা সরকারি কলেজ ও কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের ৩৯৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে কপিলমুনি কলেজ ও হরিঢালি-কপিলমুনি মহিলা কলেজের ৪৫৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে, আর কে বিকে হরিশচন্দ্র কলেজিয়েট ও  ল²ীখোলা  কলেজিয়েটের ৫৬৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। 
এ ব্যাপারে কপিলমুনি কলেজ অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার জানান,  ভেন্যু  কেন্দ্র পরিবর্তনে যে সংকট সৃষ্টি হয়েছিল বোর্ড চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষা কমিটির সদস্যবৃন্দের পুনঃবিবেচনায় সৃষ্ট  সংকট  সমাধান হয়েছে। কপিলমুনি কেন্দ্র ও কপিলমুনি কলেজের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, যশোর বোর্ড কর্তৃপক্ষ যথেষ্ট দক্ষ। তারা সার্বিক বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে কোন অবজারভেশন থাকলে কর্তৃপক্ষকে জানানো হবে।  
উলে­খ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও ডিগ্রী পর্যায়ের সকল পরীক্ষা পাইকগাছা কলেজের পরীক্ষার্থী কপিলমুনি কলেজে এবং কপিলমুনি কলেজের পরীক্ষার্থী পাইকগাছা সরকারি কলেজে পরীক্ষায় অংশ নেয়। এইচএসসির ভেন্যু কেন্দ্র পরিবর্তন ও প্রতিষ্ঠানের কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তে এলাকায় কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কপিলমুনি কলেজ কেন্দ্রের সংকট সমাধানে স্বস্তি ফিরেছে।